গুরুতর অসুস্থ হয়ে হাসপাতালে দিল্লির মন্ত্রী অতিশী! এম ভারত নিউজ

admin

টানা অনশনের ফলে অবনতি হয়েছে তাঁর শারীরিক অবস্থার

0 0
Read Time:2 Minute, 24 Second

হাসপাতালে ভর্তি হলেন আমরণ অনশনকারী দিল্লির মন্ত্রী অতিশী। জানা গেছে, সোমবার মধ্যরাতে তাঁকে দিল্লির এলএনজেপি হাসপাতালে ভর্তি করে হয়েছে। আর টানা অনশনের ফলে অবনতি হয়েছে তাঁর শারীরিক অবস্থার।

আপ সাংসদ সঞ্জয় বলেন, ‘ওঁর সুগার লেভেল কমে গিয়েছে। সুগার লেভেল ৪৩ তে ঠেকেছে। ডাক্তাররা তাই হাসপাতালে ভর্তি করার পরামর্শ দেন। নইলে বড় কোনও বিপদ হতে পারত। ডাক্তারের কথামতো ওঁকে হাসপাতালে ভর্তি করা হয়েছে।’ পাঁচদিন ধরে কিছু না খাওয়ার ফলেই শারীরিক অবস্থার অবনতি হয়েছে বলে জানান সঞ্জয়। তাঁর কথায়, ‘পাঁচদিন ধরে কিছু মুখে তুলছেন না। শরীর খারাপ তো হবেই। নিজের জন্য নয়, দিল্লিবাসীর জন্য লড়াই করছিলেন তিনি। কিন্তু শরীর সঙ্গ দিল না।’

শারীরিক অবস্থার কথা বিচার করে গতকালই আপ সাংসদকে হাসপাতালে ভর্তি হওয়ার পরামর্শ দিয়েছিলেন চিকিৎসকেরা। কিন্তু তাতে রাজি হননি তিনি। কিন্তু রাতে পরিস্থিতি হাতের বাইরে চলে যাওয়ায় শেষমেশ হাসপাতালে ভর্তি হন।

উল্লেখ্য, গত একমাসেরও বেশি সময় ধরে জলের আকাল চলছে রাজধানীতে। দীর্ঘক্ষণ জলের লাইনে দাঁড়িয়েও জল পাচ্ছেন না সাধারণ মানুষ। জায়গায় জায়গায় ট্যাঙ্ক পাঠিয়ে জলের জোগান দেওয়ার চেষ্টা চলছে ঠিকই তা প্রয়োজনের তুলনায় অনেক কম। এই পরিস্থিতিতে যমুনার জল বন্টন নিয়ে হরিয়ানা সরকারকে কাঠগড়ায় তুলে গত শুক্রবার থেকে আমরণ অনশন শুরু করেছেন মন্ত্রী অতিশী।

আরও পড়ুন

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %

Leave a Reply

Next Post

পরীক্ষা প্রক্রিয়ায় আসবে আমুল সংস্কার, 'ইসরো' প্রধানের নেতৃত্বে উচ্চ-স্তরের বৈঠক। এম ভারত নিউজ

সাত সদস্যকে নিয়ে তৈরি এই কমিটিতে রয়েছেন ইসরোর প্রাক্তন চেয়ারম্যান ড. কে রাধাকৃষ্ণন

You May Like

Subscribe US Now

error: Content Protected