হাসপাতালে ভর্তি হলেন আমরণ অনশনকারী দিল্লির মন্ত্রী অতিশী। জানা গেছে, সোমবার মধ্যরাতে তাঁকে দিল্লির এলএনজেপি হাসপাতালে ভর্তি করে হয়েছে। আর টানা অনশনের ফলে অবনতি হয়েছে তাঁর শারীরিক অবস্থার।
আপ সাংসদ সঞ্জয় বলেন, ‘ওঁর সুগার লেভেল কমে গিয়েছে। সুগার লেভেল ৪৩ তে ঠেকেছে। ডাক্তাররা তাই হাসপাতালে ভর্তি করার পরামর্শ দেন। নইলে বড় কোনও বিপদ হতে পারত। ডাক্তারের কথামতো ওঁকে হাসপাতালে ভর্তি করা হয়েছে।’ পাঁচদিন ধরে কিছু না খাওয়ার ফলেই শারীরিক অবস্থার অবনতি হয়েছে বলে জানান সঞ্জয়। তাঁর কথায়, ‘পাঁচদিন ধরে কিছু মুখে তুলছেন না। শরীর খারাপ তো হবেই। নিজের জন্য নয়, দিল্লিবাসীর জন্য লড়াই করছিলেন তিনি। কিন্তু শরীর সঙ্গ দিল না।’
শারীরিক অবস্থার কথা বিচার করে গতকালই আপ সাংসদকে হাসপাতালে ভর্তি হওয়ার পরামর্শ দিয়েছিলেন চিকিৎসকেরা। কিন্তু তাতে রাজি হননি তিনি। কিন্তু রাতে পরিস্থিতি হাতের বাইরে চলে যাওয়ায় শেষমেশ হাসপাতালে ভর্তি হন।
উল্লেখ্য, গত একমাসেরও বেশি সময় ধরে জলের আকাল চলছে রাজধানীতে। দীর্ঘক্ষণ জলের লাইনে দাঁড়িয়েও জল পাচ্ছেন না সাধারণ মানুষ। জায়গায় জায়গায় ট্যাঙ্ক পাঠিয়ে জলের জোগান দেওয়ার চেষ্টা চলছে ঠিকই তা প্রয়োজনের তুলনায় অনেক কম। এই পরিস্থিতিতে যমুনার জল বন্টন নিয়ে হরিয়ানা সরকারকে কাঠগড়ায় তুলে গত শুক্রবার থেকে আমরণ অনশন শুরু করেছেন মন্ত্রী অতিশী।