আবারও লকডাউনের পথে দিল্লি, বাড়ছে সংক্রমণ ? । এম ভারত নিউজ

Mbharatuser
0 0
Read Time:2 Minute, 10 Second

দিল্লিকে দূষণমুক্ত করতে এবার নয়া পদক্ষেপ নিলেন দিল্লির মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়াল। জানা যায়, আগামী সোমবার থেকে রাজধানীতে স্কুল- গুলি বন্ধ রাখার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। তবে এবার থেকে দিল্লি দূষণ নিয়ন্ত্রণের জন্য বেশ কয়েকটি নয়া নীতি কার্যক্রমও হতে চলেছে । জানা যাচ্ছে, এবার থেকে সমস্ত নির্মাণ কার্যক্রম বন্ধ করে দেওয়া হবে দিল্লিতে। এছাড়াও সরকারি অফিসে কর্মরত কর্মচারীদের বাড়ি থেকে নিজেদের কাজ সম্পন্ন করার আবেদন জানানো হয়েছে। মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়াল শনিবার বলেছেন, “জাতীয় রাজধানী এক সপ্তাহেরও বেশি সময় ধরে শহরকে আবৃত করে রাখা বিষাক্ত ধোঁয়াশার বিরুদ্ধে লড়াই করছে। এখন সরকারি অফিসের জন্য ওয়ার্ক ফ্রম হোম আদেশটিও কার্যকর করা হয়েছে।আগামী সাতদিনের জন্য এই আদেশ কার্যকর হবে।”

প্রসঙ্গত উল্লেখ্য, নির্মাণ কার্যের ফলে বায়ুতে মাইক্রোস্কোপিক দূষণ বর্তমান। যার ফলে আগামী চার দিনের জন্য বন্ধ রাখা হবে সমস্ত নির্মাণকার্য। আগামী ১৪ ই নভেম্বর থেকে ১৭ ই নভেম্বর পর্যন্ত এই নির্দেশ জারি থাকতে চলেছে রাজধানীতে। ইতিমধ্যেই এই প্রসঙ্গে, কেজরিওয়াল জানিয়েছেন, “সোমবার থেকে এক সপ্তাহের জন্য, স্কুলগুলি শারীরিকভাবে বন্ধ থাকবে যাতে, বাচ্চাদের দূষিত বাতাসে শ্বাস নিতে না হয়। ১৪ থেকে ১৭ই নভেম্বরের মধ্যে নির্মাণ কার্যক্রমের অনুমতি দেওয়া হবে না।”

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %

Leave a Reply

Next Post

পেট্রোপণ্যের দাম নিয়ে সরব অধীর চৌধুরী । এম ভারত নিউজ

দীপাবলীর আগেই কেন্দ্র সরকারের তরফ থেকে বেশ কিছুটা দাম কমানো হয়েছে পেট্রোপণ্যের। তবে পশ্চিমবঙ্গে পেট্রোপণ্যের দামে বিশেষ কোনও পরিবর্তন লক্ষ্য করা যাচ্ছে না এখনও পর্যন্ত। কেন্দ্র সরকারের পাশাপাশি রাজ্য সরকারকেও আবেদন জানানো হয়েছে পেট্রোপণ্যের মূল্যহ্রাসের বিষয়ে। তবে কেন্দ্র সরকারের এই আবেদনে সাড়া দেয়নি পশ্চিমবঙ্গের রাজ্য সরকার। আর সেই কারণেই এবার […]

Subscribe US Now

error: Content Protected