মহারাষ্ট্রের পূর্ণ লকডাউনে চালু থাকছে ডেলিভারি পরিষেবা । এম ভারত নিউজ

user
0 0
Read Time:2 Minute, 37 Second

করোনার দ্বিতীয় ঢেউয়ে নাজেহাল গোটা বিশ্ব । ইতিমধ্যে সংক্রমনের জেরে, মহারাষ্ট্রের নাইট কারফিউ সহ সপ্তাহে দুটো ছুটির দিনে জারি করা হয়েছে পুণ্য লকডাউন। সরকারের তারফে জানানো হয়েছে “সোম থেকে শুক্রবার প্রতিদিন রাত ৮ টা থেকে পরের দিন সকাল ৭ টা পর্যন্ত কার্ফিউ থাকার পাশাপাশি ছুটির দুটি দিন মানে শনি এবং রবিবার সম্পূর্ণ লকডাউন থাকবে।” তবে এই দিনগুলোতে সরকারি পরিষেবাগুলি চালু থাকবে এবং সাধারণ মানুষকে চিন্তামুক্ত করতে চালু থাকবে সমস্ত ডেলিভারির পরিষেবা।

সরকারের তরফ থেকেও জানানো হয়েছে এই দিনগুলিতে বন্ধ থাকবে সমস্ত রেস্টুরেন্ট এবং হোটেলগুলি। তবে ডেলিভারি সংস্থাগুলি চাইলে তাঁরা তাঁদের প্রয়োজনমতো খাদ্য সরবরাহ করতে পারে। তবে নির্দিষ্ট করে কোন সময়ের উল্লেখ করা হয়নি এই নির্দেশিকায়। এই নির্দেশিকার পরিপ্রেক্ষিতে জোমাটোর প্রতিষ্ঠাতা জানিয়েছেন তাঁদের সংস্থা রাত্রি ৮ টার পরেও, খাদ্য সরবরাহ করতে তৈরি কিন্তু সরকারি নির্দেশিকা অনুসারে জানানো হয়নি ঠিক কতক্ষণের জন্য এই পরিষেবা চালু রাখা সম্ভব ।

মুম্বাই নাইট কারফিউ চলাকালীন সুইগী তরফ থেকে রাত্রি আটটার পরেও খাদ্য সরবরাহ করার প্রক্রিয়া চালু থাকায় জোমাটোর তরফ থেকে একটি টুইট করে জানানো হয়েছে , “আমি দেখছি আমাদের প্রতিযোগী সুইগি ৮ টার পরেও পরিষেবা চালিয়ে যাচ্ছে। আমি মুম্বাই পুলিশকে এই বিষয়ে রাস্তাটি পরিষ্কার করার জন্য অনুরোধ জানাচ্ছি।” এই টুইটের প্রেক্ষিতে মুম্বাই পুলিশের তরফ থেকে টুইট করা হয়েছে, “দয়া করে সরকারের বিজ্ঞপ্তিটি পরুন। এটি বলে যে হোম ডেলিভারির অনুমতি রয়েছে তবে কোনও সময়সীমা নির্দিষ্ট নেই।”

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %

Leave a Reply

Next Post

পুত্র সন্তানের জন্ম না দেওয়ায় স্ত্রীর উপর অ্যাসিড হামলা স্বামীর । এম ভারত নিউজ

যুগের বদল হয়েছে। প্রযুক্তির দিক থেকে সমাজ এগোলেও কিছু কিছু ক্ষেত্রে সমাজ এখনও পিছিয়েই রয়েছে|তার আরও একবার প্রমাণ মিলল পাঞ্জাবে। দুই কন্যা সন্তানের জন্ম দিয়েছে স্ত্রী,পুত্র নেই। আর সেকারণেই স্বামীর অ্যাসিড হামলার শিকার হলেন স্ত্রী। গুরুতর অসুস্থ অবস্থায় হাসপাতালে ওই আক্রান্ত মহিলা চিকিৎসাধীন। ইতিমধ্যেই এই ঘটনায় মামলা রুজু করেছে পুলিশ। […]

Subscribe US Now

error: Content Protected