করোনার থাবায় গত বছর থেকে পর্যটন শিল্প বিপর্যস্ত হয়ে পড়েছে। প্রথম ধাক্কা সামাল দিয়ে পর্যটন ব্যবসা কিছুটা লাভের মুখ দেখলেও চারমাস পর ফের করোনার দ্বিতীয় ঢেউ-এ মুখ থুবড়ে পড়েন পর্যটন ব্যবসায়ীরা। উত্তরবঙ্গ লাগোয়া পাহাড়ি অঞ্চল সিকিম বাংলা সহ সারা বিশ্বের মানুষের কাছে সৌন্দর্যমুখর পর্যটনস্থল হিসেবে পরিচিত। করোনার দ্বিতীয় ঢেউ-এর ধাক্কা কাটিয়ে উঠতে না উঠতেই সিকিমে ডেল্টা স্ট্রেন করোনা ভাইরাসে আক্রান্ত পর্যটকসহ সিকিমে বসবাসকারী বহু মানুষ।

এই কারণে সিকিমে সরকারের পক্ষ থেকে ফের বন্ধ করে দেওয়া হয়েছে ছাঙ্গু লেক ,বাবা মন্দির সহ বেশকিছু প্রধান পর্যটনস্থল গুলি। ইতিমধ্যে সরকার সিকিমের বিভিন্ন এলাকা তে লকডাউন ঘোষণা করেছেন। বেশ কিছু এলাকাকেও কনটেইনমেন্ট জোন হিসেবে চিহ্নিত করা হয়েছে। দার্জিলিং জেলা শাসকের তরফে জানানো হয়েছে পর্যটকদের পাহাড়ে বেড়াতে আসতে হলে দুটি টিকার সার্টিফিকেট অথবা কোভিড নেগেটিভ রিপোর্ট আনতে হবে। এছাড়াও সরকারের পক্ষ থেকে পর্যটকদের জন্য বিভিন্ন স্থানে অ্যান্টিজেন র্যাপিড টেস্ট সেন্টার খোলা হয়েছে।