আর্থিক সংকটের জেরে এক প্রকার পড়াশুনা বন্ধ হতে বসেছিল পূর্ব মেদিনীপুরের পাঁশকুড়ার ছাত্রী জয়শ্রী রানার। অবশেষে জয়শ্রীকে সহযোগিতার হাত বাড়িয়ে দিলেন ঘাটালের সাংসদ দীপক অধিকারী ওরফে দেব। উচ্চশিক্ষিত হওয়ার স্বপ্ন ছিল জয়শ্রীর। কিন্তু অভাবের সংসারে বছর দশেক আগে বাবা অসুস্থ হওয়ায় পা কেটে বাদ দিতে হয়। সংসারের হাল ধরতে মা বাড়ির পরিচারিকার কাজ করেন। অন্যদিকে জয়শ্রী মাধ্যমিক দেওয়ার পর সংসারের দায়িত্ব কাঁধে তুলে নেয়। টিউশন পরিয়ে মা, বাবা, ভাইয়ের পাশে থাকার আপ্রাণ চেষ্টা চালায় সে। এই পরিস্থিতির মধ্যেও এবছর উচ্চ মাধ্যমিক পরীক্ষায় ৩৬৫ নম্বর পায় জয়শ্রী । তবে মেয়ে কলেজে পড়ার খরচ কিভাবে জোগাড় হবে তা ভেবে পাচ্ছিল না রানা পরিবার। অবশেষে জয়শ্রী স্থানীয় পঞ্চায়েত ও পাঁশকুড়া তৃণমূল ছাত্র পরিষদের সভানেত্রী অনামিকা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে যোগাযোগ করে। বিষয়টি জানতে পারেন ঘাটালের সাংসদ দীপক অধিকারীও। এরপরই নিজেই জয়শ্রীর পাঁশকুড়া কলেজে অ্যাডমিশন ফি দিয়ে তাকে ভর্তি করেন। সেইসঙ্গে পড়াশোনা কোন রকম অসুবিধা হলে সাংসদ নিজেই দেখবেন বলে প্রতিশ্রুতি দেন।
