Read Time:1 Minute, 22 Second

চলে গেলেন ফুটবলের প্রথম তারকা, ফুটবল জগতের জাদুকর পেলে। যার পায়ে-পায়ে বিশ্ব দেখছিল এক অন্য ফুটবলকে। তাঁর নাম এদসন আরান্তেস দো নাসিমেন্তো, হ্যাঁ এটাই তাঁর নাম তবে তিনি পরিচিত ছিলেন ‘পেলে’ নামেই। ক্যান্সারে আক্রান্ত ছিলেন তিনি। বহু চেষ্টার পরেও ৮২ বছর বয়সে জীবনের খেলায় হার মানতে হল তাঁকে। সবচেয়ে কষ্টের বিষয়, যে বছর ফুটবল বিশ্বকাপ অনুষ্ঠিত হল আর হার মানল ব্রাজিল ঠিক সেই বছরই চলে গেলেন ব্রাজিলিয়ান ফুটবলের সম্রাট। তাঁর প্রয়াণে শোকাহত গোটা বিশ্ব। শোক প্রকাশ করেছেন বিখ্যাত ফুটবলার ক্রিস্টিয়ানো রোনালডো। সমগ্র বাজিলের উদ্দেশ্যেই শোক জ্ঞাপন করেছেন নিজের সোশাল মিডিয়া পোস্টের মাধ্যমে ‘সিআর ৭’।

আরও পড়ুন