মমতার আগে দিল্লির উদ্দেশ্যে রওনা দিলেন দিলীপ ঘোষ । এম ভারত নিউজ

user
0 0
Read Time:2 Minute, 8 Second

নিজস্ব সংবাদদাতা, কলকাতা :


আজ দিল্লি যাওয়ার কথা মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের । আর তার আগেই সাতসকালে তড়িঘড়ি দিল্লির উদ্দেশ্যে রওনা দিলেন বিজেপির রাজ্য সভাপতি দিলীপ ঘোষ। জানা যাচ্ছে, আজ সকালে ৭:১০ এ বিমানে দিল্লির উদ্দেশ্যে রওনা দেন তিনি। তবে যাওয়ার আগে তৃণমূলের সৌগত রায়কে বিঁধলেন তিনি। সৌগত রায় সম্পর্কে তিনি বলেন,”সে এত লেখাপড়া করে সারাজীবন চামচাগিরি আর দাসত্ব করে কাটাল। এইরকম শিক্ষার ধিক্কার জানাই। যার কোন স্বভিমান নেই, যার কোন নীতি নৈতিকতা নেই, লাথি-ঝাটা এঁটোকাটা খেয়ে জীবন ধারণ করে সেই শিক্ষা আমরা চাইনা।”বর্তমানে চলা বাদল অধিবেশন সম্পর্কে তিনি বলেন, “পার্লামেন্ট সেশন চলছে ওখানে থাকতে হবে‌। গত সপ্তাহে বিরোধীরা পার্লামেন্ট চলতে দেন নি আশা করব এই সপ্তাহে তারা সহযোগিতা করবেন যাতে সংসদীয় কাজ ঠিক মত চলে বিল পাস হয় মানুষের সমস্যার কথা তুলে ধরা সম্ভব হয়।”

প্রসঙ্গত উল্লেখ্য, যাওয়ার আগে পেগাসাস ইস্যু নিয়ে মুখ খোলেন তিনি। তিনি বলেন, ” এক তো পেগাসাস খায় না মাথায় দেয় সাধারণ মানুষ জানে না। সাধারণ মানুষের কোন জ্ঞান নেই এই বিষয় সর্ম্পকে। এটি একটি নন ইস্যু বিষয়। আজকে কংগ্রেসের এত দুর্দশার সিপিএমের হাত ধরেছিল সিপিএমের কি অবস্থা বুঝতে পারছেন এখন টিএমসির হাত ধরেছে এই ঘটনা থেকে টিএমসির শিক্ষা নেওয়া উচিত।”

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %

Leave a Reply

Next Post

দুরন্ত জয় শরৎ কমলের । এম ভারত নিউজ

টোকিও অলিম্পিকে তৃতীয় দিনে আশার আলো দেখাচ্ছেন টেবিল টেনিসের বিখ্যাত খেলোয়াড় শরৎ কমল। জানা যাচ্ছে আজ এক দুরন্ত জয়ের মাধ্যমে তৃতীয় রাউন্ডে পৌছলেন তিনি। টেবিল টেনিস সিঙ্গলসে এখনও পর্যন্ত পদক জয়ের আশা বাঁচিয়ে রেখেছেন এই খেলোয়াড়। সোমবার পুরুষদের সিঙ্গলসে দ্বিতীয় রাউন্ডের ম্যাচে পর্তুগালের টিয়াগো অ্যাপোলোনিয়ার প্রতিপক্ষ হিসেবে নামতে হয়েছিল তাঁকে। […]
sports_313

You May Like

Subscribe US Now

error: Content Protected