আজই দিল্লি যাত্রা দিলীপ ঘোষের । এম ভারত নিউজ

Mbharatuser
0 0
Read Time:2 Minute, 49 Second

আজই দিল্লি যাত্রা দিলীপ ঘোষের। জানা যাচ্ছে, আগামীকাল বিজেপির জাতীয় কর্মসমিতির বৈঠকের অংশগ্রহণ করতে, আজই দিল্লি যাত্রা করছেন দিলীপ ঘোষ । আর সেই কারণেই আজ সকালে রাজধানীর পথে রওনা দেওয়ার কথা ছিল তাঁর। প্রসঙ্গে আজ প্রাতঃভ্রমণে এসে দিলীপ ঘোষ জানান, দুদিনের কেন্দ্রীয় কমিটির বৈঠক রয়েছে দিল্লিতে। আর সেই কারণেই আজ দিল্লি সফরে যাচ্ছেন তিনি । মূলত কার্যকরী কমিটির বৈঠকে অংশগ্রহণ করতে আমন্ত্রণ জানানো হয়েছে তাঁকে। সেদিক থেকে জাতীয় কমিটির সকল সদস্যরা এই বৈঠকে উপস্থিত থাকবেন। এই বৈঠকে উপস্থিত থাকতে চলেছেন একাধিক কেন্দ্রীয় মন্ত্রী, সহ বিভিন্ন রাজ্যের নেতারা । তবে করোনাকালীন পরিস্থিতির কথা মাথায় রেখেই বৈঠককে ভার্চুয়ালি সম্পন্ন করা হবে বলে জানা যাচ্ছে। বেশিরভাগ রাজ্যের সদস্যরা নিজেদের রাজ্য থেকেই অংশগ্রহণ করতে চলেছেন। তবে হাতেগোনা কয়েকজনকে দেখা যাবে দিল্লিতেও । জানা যাচ্ছে দিলীপ ঘোষের পাশাপাশি আজ দিল্লি যাত্রা করতে পারেন শুভেন্দু অধিকারীও। যদিও এই বিষয়ে দিলীপ ঘোষ কোনও মন্তব্য করেননি।

উল্লেখ্য, আজ দিল্লি যাত্রা নিয়ে দিলীপ ঘোষকে প্রশ্ন করা হলে তিনি বলেন,“আমাদের দু’দিনের বৈঠক রয়েছে। আজ বৈঠক। রবিবার জাতীয় কর্মসমিতির বৈঠক রয়েছে। কেন্দ্রীয় সমিতির যাঁরা সদস্য সকলেই বৈঠকে থাকবেন। কেন্দ্রীয় মন্ত্রীরাও থাকবেন। বাকি সমস্ত রাজ্যের নেতা নিজের নিজের রাজ্য থেকে ভার্চুয়ালি বৈঠকে যুক্ত হবে।” এছাড়াও উপনির্বাচনে বিজেপির চূড়ান্ত ব্যর্থতার বিষয়টি এই বৈঠকে থাকছে কি না, সেই বিষয়ে প্রশ্ন করা হলে তিনি বলেন,“সম্ভবত না। এটা তো স্থানীয় স্তরে হয়েছে। যাঁরা পর্যবেক্ষক ছিলেন, তাঁরাই বিষয়টি দেখেছেন। মনে হয় আগামিদিনে যেখানে নির্বাচন রয়েছে, সেই বিষয়গুলি নিয়ে আলোচনা হতে পারে।”

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %

Leave a Reply

Next Post

না ফেরার দেশে চলে গেলেন কোচ তারক সিনহা । এম ভারত নিউজ

আবারও ক্রিকেটজগতের নক্ষত্র পতন। চলে গেলেন ভারতীয় কোচ তারক সিনহা। একসময়ের শিখর ধাওয়ান থেকে শুরু করে আশিস নেহেরা, ঋশব পন্থ ,সকলকেই হাতে ধরে খেলা শিখিয়েছেন তিনি। জানা যায় দীর্ঘদিন ধরেই ক্যান্সারে ভুগছিলেন তিনি। অবশেষে এই মরণব্যাধির কাছে হার মানতে হল ২২ গজের দুনিয়ার এই অন্যতম সেরা কোচকে। মৃত্যুকালে তাঁর বয়স […]

Subscribe US Now

error: Content Protected