স্বাস্থ্য সাথী কার্ড নিয়ে সরকারকে কটাক্ষ দিলীপ ঘোষের । এম ভারত নিউজ

Mbharatuser
0 0
Read Time:2 Minute, 24 Second

পশ্চিমবঙ্গ সরকারের অন্যতম গুরুত্বপূর্ণ পাইলট প্রজেক্ট স্বাস্থ্য সাথী প্রকল্প নিয়ে এবার কটাক্ষের শিকার হতে হল মুখ্যমন্ত্রীকে। জানা যাচ্ছে, আজ এই গুরুত্বপূর্ণ প্রকল্প নিয়ে কটাক্ষ করেছেন বিজেপির প্রাক্তন রাজ্য সভাপতি দিলীপ ঘোষ। তাঁর দাবি, স্বাস্থ্য সাথী কার্ড নিয়ে ক্রমাগত ভাঁওতাবাজি করে চলেছে রাজ্য সরকার। আজ কোচবিহারে চায় পে চর্চাতে এমনই জানান দিলীপ ঘোষ।

প্রসঙ্গত উল্লেখ্য, বঙ্গ বিধানসভা নির্বাচনের আগে থেকেই স্বাস্থ্য সাথী প্রকল্পকে হাতিয়ার করেই ভোটব্যাঙ্ক নিজের দখলে করেছিলেন মমতা বন্দ্যোপাধ্যায়। গরিবদের বিনামূল্যে স্বাস্থ্য পরিসেবা দেওয়ার জন্য এই প্রকল্প সামনে নিয়ে এসেছিলেন তিনি । বিনা চিকিৎসায় রোগী মৃত্যু এড়াতেই এই সিদ্ধান্ত নেওয়া হয়েছিল মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তরফে। তবে আজ এই প্রসঙ্গে তীব্র বিরোধিতা করেছেন দিলীপ ঘোষ। তাঁর দাবি ,বেসরকারি হাসপাতালগুলোতে টাকা পাঠানো হচ্ছে না রাজ্য সরকারের তরফে । ক্লাবগুলোকে টাকা দিতে দিতেই সমস্ত টাকা শেষ হয়ে যাচ্ছে রাজ্য সরকারের। সাধারণ মানুষের উপর বিশ্বাস করতে পারছে না তৃণমূল কংগ্রেস নামক এই দলটি। আর সেই কারণেই মানুষ বিশ্বাস করতে চাইছে না এই দলকে । তাই ভয় দেখিয়ে ভোলানোর চেষ্টা চলছে তাদের তরফ। প্রসঙ্গত উল্লেখ্য, হাতে মাত্র কয়েক দিন ,আর তারপরেই দিনহাটা উপনির্বাচন। আর আজ সেই উপনির্বাচনের প্রচারে গিয়েই এই কথা বলেন বিজেপির প্রাক্তন রাজ্য সভাপতি দিলীপ ঘোষ।

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %

Leave a Reply

Next Post

আরিয়ান কাণ্ডে নয়া মোড় , ধৃত এনসিবির সাক্ষী কিরণ গোসাভি । এম ভারত নিউজ

আরিয়ান কাণ্ডে নয়া মোড়। এবার মুম্বইয়ের প্রমোদতরীতে এনসিবি-র অন্যতম সাক্ষী কিরণ গোসাভিকে আটক করল পুণে পুলিশ। এই প্রসঙ্গে পুণের পুলিশ কমিশনার অমিতাভ গুপ্ত জানিয়েছেন, “মুম্বইয়ের প্রমোদতরীতে মাদক মামলায় এনসিবি-র অন্যতম সাক্ষী কিরণ গোসাভিকে আটক করা হয়েছে।” যদিও পুরনো একটি মামলার জেরেই তাকে আটক করা হয়েছে বলে জানা যাচ্ছে। ২০১৮ সালের […]

Subscribe US Now

error: Content Protected