নিজস্ব সংবাদদাতা ,বাঁকুড়া : আজ বাঁকুড়া ছাতনা বিধানসভা বিজেপি প্রার্থী শ্যামসুন্দর মুখার্জী প্রচারে এবং রোড শোতে দাবাং বিজেপি নেতা দিলীপ ঘোষ। ইতিমধ্যেই হেলিকপ্টারে করে বাঁকুড়া ছাতনাতে পৌঁছেছেন রাজ্য বিজেপি শীর্ষ নেতা দিলীপ ঘোষ। আজ সেখানেই রোড শো করার কর্মসূচি ছিল তাঁর। দিলীপ ঘোষকে দেখতে রাস্তায় উৎসাহিত মানুষের ভিড়। এর আগেও জানুয়ারি মাসে ছাতনাই গিয়েছিলেন দিলীপ। তখন তার সভাতে শ’দেড়েক লোকের বেশি উপস্থিতি দেখা যায়নি মানুষের আর আজ ভোটের প্রচারে এসে তাঁর রোড শোতে এত মানুষের সমাগম দেখে খুশি তিনি নিজেও।
তাঁর এই কর্মসূচিকে কেন্দ্র করে বাঁকুড়ার ছাতনাই তৈরি করা হয় অস্থায়ী হেলিপ্যাড। হেলিকপ্টার থেকে নামা মাত্রই তাঁকে বরণ করা হয় পুষ্পস্তবক দিয়ে । পাশাপাশি জয় শ্রীরাম ধ্বনিতে ধ্বনিত হয় সম্পূর্ণ এলাকা। পরবর্তীতে গাড়ি করে রোড শো- এর জন্য বেরিয়ে পড়েন তিনি, তাঁকে দেখার জন্য পথের দু’ধারে ভিড় করে দাঁড়িয়ে থাকেন অজস্র মানুষ। পাশাপাশি এই রোড শোতে বহু মহিলা সমাগমও দেখতে পাওয়া যায়। ভোটের আগে নির্বাচনী প্রচারে এইরকম ভিড় কি বার্তা রাখতে চলেছে বিরোধী দলের কাছে সেটাই দেখার বিষয় বলে মনে করছে বিশেষজ্ঞ মহল।