শারীরিক অসুস্থতা নিয়ে ফের হাসপাতালে ভর্তি হতে হল বর্ষীয়ান অভিনেতা দিলীপ কুমারকে। সকাল থেকেই শুরু হয়েছে শ্বাসকষ্ট, তাই কোনো রকম কোনো রিস্ক না নিয়ে তড়িঘড়ি মুম্বাইয়ের হিন্দুজা হাসপাতালে ভর্তি করা হল বর্ষীয়ান এই অভিনেতাকে। জানা যাচ্ছে বর্তমানে এই অভিনেতার বয়স ৯৮। দীর্ঘদিন যাবৎ বার্ধক্য জনিত সমস্যার কারণে ভুগছিলেন তিনি।

পরিবার সূত্রে জানা গিয়েছে প্রায় কিছুদিন পরপরই চেকআপের জন্য হাসপাতালে ভর্তি করতে হয় তাঁকে। শুধু তাই নয় পাশাপাশি নিজের শারীরিক ইমিউনিটি পাওয়ার কম থাকার কারণেই করোনার এই ভয়াবহতা দেখেই দীর্ঘদিন যাবৎ নিভৃতবাসে ছিলেন তিনি। দীর্ঘদিন যাবৎ কারোরই সঙ্গে দেখা করেননি তিনি। এমনকি নিজের টুইটারে লিখেছিলেন, ‘আমার স্ত্রী সায়রা কোনও ঝুঁকি নিতে চায় না। তাই আমি নিভৃতবাসে রয়েছি। আপনারাও খুব প্রয়োজন না হলে বাড়ি থেকে বেরোবেন না’। দিলিপের কুমারের স্ত্রী অভিনেত্রী সায়রা বানু জানিয়েছেন, ইতিমধ্যেই ফুসফুসে সংক্রমণের কারণে দীর্ঘদিন যাবৎ ভুগতে হয়েছিল দিলীপ কুমারকে। আর তারপর থেকেই শারীরিক সমস্যায় ভুগছেন তিনি। বর্তমানে তাঁকে একটি নন কোভিড হাসপাতালে ভর্তি করা হয়েছে। ইতিমধ্যে হাসপাতাল কর্তৃপক্ষের তরফ থেকে জানানো হয়েছে,তাঁর শারীরিক অবস্থার ওপর নির্ভর করেই বেশ কিছু টেস্ট করতে দেওয়া হয়েছে, আগামীতে রিপোর্ট না আসা পর্যন্ত সে বিষয়ে কোনো তথ্য জানানো যাচ্ছে না।