শারীরিক অসুস্থতা নিয়ে হাসপাতালে ভর্তি দিলীপ কুমার । এম ভারত নিউজ

user
0 0
Read Time:2 Minute, 15 Second

শারীরিক অসুস্থতা নিয়ে ফের হাসপাতালে ভর্তি হতে হল বর্ষীয়ান অভিনেতা দিলীপ কুমারকে। সকাল থেকেই শুরু হয়েছে শ্বাসকষ্ট, তাই কোনো রকম কোনো রিস্ক না নিয়ে তড়িঘড়ি মুম্বাইয়ের হিন্দুজা হাসপাতালে ভর্তি করা হল বর্ষীয়ান এই অভিনেতাকে। জানা যাচ্ছে বর্তমানে এই অভিনেতার বয়স ৯৮। দীর্ঘদিন যাবৎ বার্ধক্য জনিত সমস্যার কারণে ভুগছিলেন তিনি।

পরিবার সূত্রে জানা গিয়েছে প্রায় কিছুদিন পরপরই চেকআপের জন্য হাসপাতালে ভর্তি করতে হয় তাঁকে। শুধু তাই নয় পাশাপাশি নিজের শারীরিক ইমিউনিটি পাওয়ার কম থাকার কারণেই করোনার এই ভয়াবহতা দেখেই দীর্ঘদিন যাবৎ নিভৃতবাসে ছিলেন তিনি। দীর্ঘদিন যাবৎ কারোরই সঙ্গে দেখা করেননি তিনি। এমনকি নিজের টুইটারে লিখেছিলেন, ‘আমার স্ত্রী সায়রা কোনও ঝুঁকি নিতে চায় না। তাই আমি নিভৃতবাসে রয়েছি। আপনারাও খুব প্রয়োজন না হলে বাড়ি থেকে বেরোবেন না’। দিলিপের কুমারের স্ত্রী অভিনেত্রী সায়রা বানু জানিয়েছেন, ইতিমধ্যেই ফুসফুসে সংক্রমণের কারণে দীর্ঘদিন যাবৎ ভুগতে হয়েছিল দিলীপ কুমারকে। আর তারপর থেকেই শারীরিক সমস্যায় ভুগছেন তিনি। বর্তমানে তাঁকে একটি নন কোভিড হাসপাতালে ভর্তি করা হয়েছে। ইতিমধ্যে হাসপাতাল কর্তৃপক্ষের তরফ থেকে জানানো হয়েছে,তাঁর শারীরিক অবস্থার ওপর নির্ভর করেই বেশ কিছু টেস্ট করতে দেওয়া হয়েছে, আগামীতে রিপোর্ট না আসা পর্যন্ত সে বিষয়ে কোনো তথ্য জানানো যাচ্ছে না।

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %

Leave a Reply

Next Post

ত্রাণ দিতে গিয়ে প্রাণ হারালেন যুবক । এম ভারত নিউজ

ঘূর্ণিঝড় ইয়াসে বিধ্বস্ত সুন্দরবনের মানুষের পাশে দাঁড়াতে গিয়ে, ভয়ঙ্কর পথ দুর্ঘটনায় প্রাণ হারালেন বছর ৩২ এর এক ব্যক্তি। জানা যাচ্ছে উল্টোডাঙার মুচিবাজার এলাকার গোল্ডেন স্টার ক্লাবের কয়েকজন সদস্য মিলে ঘূর্ণিঝড় বিধ্বস্ত মানুষদের পাশে দাঁড়াতে রওনা হয়েছিলেন সুন্দরবনের উদ্দেশ্যে। জানা যাচ্ছে সেই সময় হঠাৎ করে রাস্তার মাঝে উল্টে যায় গাড়িটি। ফলে […]

Subscribe US Now

error: Content Protected