ফের বেলাগাম বিজেপির রাজ্য সভাপতি দিলীপ ঘোষ। হলদিয়ার জনসভা থেকে বেফাঁস মন্তব্য করে তৃণমূলকে দুষলেন তিনি। এদিন দলীয় জনসভায় মুখ্যমন্ত্রীকে ‘শাড়ি পরা হিটলার’ বলে কটাক্ষ করেন তিনি। সেইসঙ্গে দাবি করেন, আসন্ন বিধানসভা নির্বাচনে ২০০ আসনেই জিতবে বিজেপি। একের পর এক ইস্যুতে চাঁচাছোলা ভাষায় মমতার দলকে আক্রমণ করেন দিলীপ। রাজ্যের আইনশৃঙ্খলা নিয়েও প্রশ্ন তোলেন তিনি। তাঁর কথায়,’‘পঞ্চায়েত নির্বাচনে পুলিশ দিয়ে গোলমাল করে মনোনয়ন জমা দিতে দেয়নি। যেখানে মনোনয়ন জমা দেওয়া গিয়েছে সেখানে ভোট দিতে দেয়নি। তার পরেও গণনাকেন্দ্রের ভিতরে ঢুকে ছাপ্পা মেরেছে তৃণমূল।’

এর পরই সরাসরি মমতা বন্দ্যোপাধ্যায়ের উদ্দেশে আক্রমণ শানান দিলীপ ঘোষ। বলেন, ‘ইতিহাসে আপনার নাম লেখা থাকবে। শাড়ি পরা হিটলার। তবে বিজেপিকে এভাবে রোখা যাবে না।’ নন্দীগ্রাম প্রসঙ্গে তিনি বলেন, ‘এক সময় নন্দীগ্রামের মানুষ অত্যাচারিত হয়ে এই সরকারকে এনে ছিলেন আবার তাদের উপর অত্যাচার চলছে এবার তারা আবার পরিবর্তন করবে।’ এদিন এই সভায় সিপিআইএম ও তৃণমূল ছেড়ে বেশ কিছু কর্মী-সমর্থক বিজেপিতে যোগদান করেন, এই দিন এই সব নব বিজেপি কর্মীদের হাতে দলীয় পতাকা তুলে দেন বিজেপি রাজ্য সভাপতি দিলীপ ঘোষ। সব মিলিয়ে রাজ্যে যে বিধানসভা ভোটের দামামা বেজে গিয়েছে তা বলাই বাহুল্য।