ফের ভাঙন তৃণমূলে, পদত্যাগ করলেন দীনেশ ত্রিবেদী । রাজ্যসভা থেকে আজই ইস্তফা দিলেন তিনি । নির্বাচনের আগে আরেক নেতার পদত্যাগে রিতিমত চিন্তিত দল । তাঁর বক্তব্যে, ‘দম বন্ধ হয়ে আসছে। আমি কিছুই করতে পারছি না। তাই আমি আমার মনের কথা শুনেছি’। বাংলার রাজনীতিতে হিংসা চলছে যা তাঁর পক্ষে মানা সম্ভব নয় ।

লোকসভার ভোটে হেরে যাওয়ার পরেও তাঁকে সাংসদের আসন দেয় দল । এরপর মাত্র কয়েক মাসের মধ্যেই আজ তাঁর এই মন্তব্যে যথেষ্ট স্তম্ভিত তৃণমূল । অন্যদিকে দীনেশবাবু মোদীর প্রশংসা করেন । প্রধানমন্ত্রী যেভাবে করোনা পরিস্থিতির মোকাবেলা করেছেন তার জন্যে তাঁর ভূমিকা নিয়ে কথা বলেন তিনি ।
দিনেশবাবুর দলত্যাগে ইতিমধ্যেই জোর জল্পনা শুরু হয়ে গিয়েছে রাজনৈতিক মহলে । প্রশ্ন উঠছে তাঁর বিজেপিতে জোগদানকে কেন্দ্র করে যদিও সেই বিষয়ে তিনি কিছুই জানাননি । তবে, দীনেশ ত্রিবেদী পদ্ম শিবিরে যোগ দিলে বিজেপি যে তাঁকে স্বাগত জানাবে সে কথা নিজ মুখেই বলেন বিজেপি রাজ্য সভাপতি দিলীপ ঘোষ ।