Read Time:1 Minute, 27 Second
শনিবার সন্ধ্যা থেকে রাজধানীর জল সরবরাহ ব্যাহত হয়েছে। দিল্লীর জল সরবরাহের ক্ষেত্রে ব্যাঘাত ঘটার অন্যতম কারণ যমুনায় অ্যামোনিয়ার মাত্রা বৃদ্ধি পেয়েছে। আর অ্যামোনিয়ার মাত্রা বেড়ে যাওয়ার জন্যেই রবিবার যমুনা নদীতে বিষাক্ত ফেনা ভাসতে দেখা গেল দিল্লির কালিন্দি কুঞ্জের কাছে । যমুনার জলেও ফুটে উঠল পরিবেশ দূষণের চিহ্ন। বর্তমানে দিল্লিতে সামগ্রিক বায়ুর মান ‘গুরুতর’। রবিবার সকাল ৬টা ১৫ মিনিট নাগাদ বায়ুর গুণমান সূচক (AQI) ছিল ৪৩৬ ।
উল্লেখ্য, গত কয়েক বছর ধরেই পাঞ্জাব, হরিয়ানা, উত্তরপ্রদেশে ফসলের গোড়া পোড়ানোকে ঘিরে দূষণের সঙ্গে পাল্লা দিয়ে ভারসাম্য বজায় রাখতে চেষ্টা করছে দিল্লি। প্রতিবছরই শীতকালে মারাত্মক পর্যায়ে পৌঁছে যায় দিল্লির বাতাসে ভাসমান ধূলিকণার পরিমাণ । এর জেরে হৃদরোগ, শ্বাসকষ্ট এমনকি ফুসফুসে ক্যানসারের সম্ভাবনাও বাড়তে থাকে।