জবকার্ডে কর্মরত সকল শ্রমিকদের গামছা,জামা,ঝুড়ি ও কোদাল বিতরণ করা হল। রবিবার হাওড়ার গ্রামীণ হাওড়ার বাগনান ১ ব্লকের সাবসীট গ্রাম পঞ্চায়েত এলাকায় এমন উদ্যোগ নেয় জেলা তৃণমূল। সাবসীট গ্রাম পঞ্চায়েতের প্রধান সেখ বান্টির উদ্যোগে গামছা,টি-শার্ট,ঝুড়ি ও কোদাল সহ বিভিন্ন প্রকার প্রয়োজনীয় সামগ্রী কর্মরত শ্রমিকদের হাতে তুলে দেওয়া হয়।

এদিন মূলত ওই গ্রাম পঞ্চায়েত এলাকার ব্রাহ্মণ গ্রাম এলাকায় চাষের কাজের সুবিধার্থে নির্মীয়মাণ মেঠো রাস্তার কাজে কর্মরত প্রত্যেক শ্রমিককে উৎসাহিত করতেই প্রধানের এমন উদ্যোগ বেশ তাত্পর্যপূর্ণ। অন্যদিকে, পঞ্চায়েত প্রধানের এহেন উদ্যোগে খুশি কর্মরত শ্রমিকরাও।

তৃণমূলের বিরুদ্ধে যখন রাজ্যের বিরোধী দলগুলি স্বজনপোষন ও দুর্নীতির অভিযোগ তুলে সরব হচ্ছে। তখন সেই অভিযোগকে কার্যত বুড়ো আঙুল দেখিয়ে প্রধানের এমন উদ্যোগ বেশ অন্যরকম বলেই মনে করছে রাজনৈতিক মহল।