Read Time:1 Minute, 11 Second

৪ ঘন্টা বিদ্যুৎহীন পূর্ব মেদিনীপুর জেলা হাসপাতাল। চরম দুর্ভোগের চরম শিকার রোগী ও রোগীর আত্মীয়দের। রবিবার প্রায় ৪ ঘন্টা ধরে বিদ্যুৎ বিচ্ছিন্ন হয়ে পূর্ব মেদিনীপুর জেলা হাসপাতালের অধিকাংশ ওয়ার্ড।
মোমবাতি জেলে রোগী দেখতে হয় চিকিৎসকদের। অভিযোগ, দীর্ঘক্ষণ হাসপাতাল বিদ্যুৎহীন হয়ে পড়লেও হুঁশ নেই হাসপাতাল কর্তৃপক্ষ ও স্থানীয় বিদ্যুৎ দফতরের। এদিকে, বিদ্যুৎ না থাকায় মশা থেকে পোকামাকড়ের কামড়ে নাজেহাল হয়ে পড়েন রোগীরা। সমস্যায় পড়তে হয় রোগীর আত্মীয়দেরও।অন্যদিকে জেলাশাসক পার্থ ঘোষ জানান, জেলা হাসপাতাল চত্বরে মেডিক্যাল কলেজের কাজ হওয়ার সময় বিদ্যুতের তার কেটে গিয়েই এমন বিপত্তি।
