নিজস্ব সংবাদদাতা,উলুবেড়িয়াঃ
ফের বড়সড় রদবদল জেলা স্তরের প্রশাসনিক মহলে। নির্বাচন মিটে যাওয়ার পর থেকেই রাজ্যের বিভিন্ন জেলায় মহকুমা এবং জেলা শাসকস্তরের প্রশাসনিক মহলে রদবদল বর্তমান। এবার বদলি হলেন উলুবেড়িয়ার মহকুমাশাসক অসীম কুমার বিশ্বাস। ২০২১ বিধানসভা নির্বাচনের সময় উলুবেড়িয়া মহকুমা শাসক পদে বহাল তবিয়তে রাখা হয়েছিল তাঁকে। তবে এবার ভোট মিটে যাওয়ার পরই সরকার গঠনের লক্ষ্যে বিভিন্ন স্থানে রদবদল করছেন তৃণমূল সুপ্রিমো। আর এবার সেই নিয়ম মেনেই উলুবেড়িয়া মহকুমা শাসক পদ থেকে সরানো হল অসীম কুমার বিশ্বাসকে। জানা যাচ্ছে বর্তমানে উলুবেড়িয়া মহকুমা শাসক পদে রাখা হতে চলেছে শ্রমিক কুমার ঘোষকে।

এই মর্মে নবান্নে একটি নির্দেশিকা জারী করা হয়েছে ইতিমধ্যেই। আর সেই নির্দেশিকা অনুসারে জানানো যাচ্ছে ,উলুবেড়িয়া মহকুমা শাসক পদ থেকে সরানোর পর, অসীম কুমার বিশ্বাসকে বাঁকুড়ার অতিরিক্ত জেলাশাসকের দায়িত্ব ভার দেওয়া হচ্ছে। প্রসঙ্গত উল্লেখ্য শ্রমিক কুমার ঘোষ দক্ষিণ ২৪ পরগনা জেলার ক্ষুদ্র ও স্বনির্ভর গোষ্ঠীর প্রশাসক পদে দায়িত্বভার সামলাচ্ছিলেন। তবে সূত্রের খবর অনুসারে পাওয়া তথ্যে জানা গেছে, আগামী সোমবার প্রত্যেকেই নিজ নিজ দায়িত্বভার গ্রহণ করবেন।