করোনা পরীক্ষার ক্ষেত্রে নয়া মোড়। এবার বাড়িতে বসে নিজে নিজেই করা সম্ভব হবে করোনা পরীক্ষা। বুধবার একটি নতুন টেস্ট কিটে ছাড়পত্র দিল ‘ICMR’। কিটটি তৈরি করেছে পুনের মাইল্যাব ডিসকভারি সলিউশন লিমিটেড নামক একটি সংস্থা। ২৫০ টাকা দামের এই কিটটি মাত্র ১৫ মিনিটেই করোনা পরীক্ষার ফলাফল বলে দিতে সক্ষম বলেই দাবী করছে সংস্থা।
এই টেস্ট কিটটি এক সপ্তাহের মধ্যেই বাণিজ্যিক ভাবে বাজারে চলে আসবে বলেই জানিয়েছেন মাইল্যাব ডিসকভারি সলিউশনসের ম্যানেজিং ডিরেক্টর হাসমুখ রাওয়াল। তিনি আরও জানান, এই কিটটির প্যাকেজিং এ থাকবে একটি টিউব, একটি টেস্ট কার্ড, একটি সোয়াব সংগ্রহ করার স্টিক এবং একটি ডিসপোজাল ব্যাগ। নাকের চার সেন্টিমিটার ভিতর থেকে সোয়াব নিয়ে টিউবে সংগ্রহ করে তা ঢালতে হবে টেস্ট কার্ডে। টেস্ট কার্ডের কন্ট্রোল সেকসনে একটি বার দেখা গেলে রিপোর্টটি হবে নেগেটিভ, আর কন্ট্রোল এবং টেস্ট উভয় সেকসনেই দুটি বার দেখা গেলে রিপোর্ট হবে পজেটিভ। এই টেস্ট কিট ব্যাবহারকারীদের মাইল্যাব কোভিসেল্ফ নামে একটি অ্যাপও ডাউনলোড করতে হবে। টেস্টকার্ডটি সেই অ্যাপের মাধ্যমে স্ক্যান করলেই রিপোর্ট আপলোড হওয়ার পাশাপাশিই তা নথিভুক্ত হয়ে যাবে ICMR এর ডেটা ব্যাংকে। টেস্টটি করতে সর্বোচ্চ ১৫ মিনিট সময় লাগার কথা, কিন্তু ২০ মিনিটেও ফল না এলে বাতিল করতে হবে টেস্টটি।
ভারতে করোন পরীক্ষা নিয়ে বারবার উঠেছে বহু অভিযোগ। কখনও সরকারের বিরুদ্ধে পর্যাপ্ত পরীক্ষা না হওয়ারও অভিযোগ উঠেছে আবার কখনও সংস্থাগুলির বিরুদ্ধে উঠেছে পরিস্থিতির সুযোগ নিয়ে যথেচ্ছ টাকা চাওয়ার অভিযোগ। এই র্যাপিড অ্যান্টিজেন টেস্ট কিটটি বাজারে আসলে এই সব সমস্যার সমাধান হবে বলেই আশাবাদী বিশেষজ্ঞরা।