বাবা রামদেবের বিতর্কিত ‘অ্যালোপ্যাথি’ মন্তব্যের জের। আজ দেশজুড়ে কালা দিবস পালন করছেন চিকিৎসকেরা। সর্বভারতীয় চিকিৎসক সংগঠনের ডাকেই এহেন সিদ্ধান্ত নিয়েছেন চিকিৎসকেরা। ফোরাম অফ রেসিডেন্ট ডক্টরস অ্যাসোসিয়েশনই প্রথম ডাক দেয় এই অভিনব প্রতিবাদের। তারপর এই প্রস্তাবে একে একে সমর্থন জানায় ইন্ডিয়ান মেডিক্যাল অ্যাসোসিয়েশন সহ বাকি সংগঠন গুলিও।
আজ হাতে কালো ব্যাচ পরে কালা দিবস পালন করছেন চিকিৎসকরা। করোনা ওয়ার্ডে চিকিৎসকেরা পিপিই এর উপরেই পরেছেন কালো ব্যাচ। দিল্লির এইমস এর মত বিভিন্ন হাসপাতালে প্ল্যাকার্ড হাতে বিক্ষোভও দেখান তাঁরা। তবে এহেন প্রতিবাদের মধ্যেও নিজেদের কর্তব্যে অবিচল চিকিৎসকেরা। এই প্রতিবাদ কর্মসূচীর ফলে যে স্বাস্থ্য পরিষেবায় কোনো সমস্যা হবেনা তা আগেই জানিয়েছিলেন তাঁরা। কিছুদিন আগেই স্যোশাল মিডিয়ায় ভাইরাল হয় একটি ভিডিও। তাতে যোগগুরু রামদেব বলেন “অ্যালোপ্যাথি চিকিৎসা আসলে বোকামি। চিকিৎসার নামে তামাশা চলে। লক্ষ লক্ষ মানুষ মারা যাচ্ছে শুধুমাত্র অ্যালোপ্যাথি ওষুধ খেয়ে।” এই মন্তব্যের পরই তোলপাড় পড়ে যায় গোটা দেশে। তীব্র প্রতিবাদ করেন চিকিৎসকেরা। কেন্দ্রীয় স্বাস্থ্য মন্ত্রী হর্ষ বর্ধন চাপে পড়ে রামদেবকে ক্ষমা চাইতে বললেও তখনও বিতর্কিত মন্তব্য করেন রামদেব। দাবী করেন তাঁকে গ্রেফতার করা অসম্ভব। এর পরই বাবা রামদেবের বিরুদ্ধে উত্তরাখন্ডে কলকাতায় পুলিশের কাছে লিখিত অভিযোগ দায়ের করেন চিকিৎসকেরা।