দ্বিতীয় ঢেউয়ের সংক্রমণ কিছুটা দমনে আসতে না আসতেই বাড়ছে তৃতীয় ঢেউয়ের সম্ভাবনা। তাই ডেল্টা প্লাসকে সমীহ করা এবং তা থেকে নিজেকে রক্ষা করার ক্ষেত্রে করোনা বিধি মেনে চলার নির্দেশ দিলেন প্রধানমন্ত্রীর নরেন্দ্র মোদি। সংক্রমণ নিম্নগামী হলেও তা যে একেবারেই কার্যকরিতা হারিয়েছে ঠিক তেমনটা নয় বলেই বার্তা দিলেন তিনি। পাশাপাশি আজকের মন কি বাত অনুষ্ঠানে দেশবাসীর কাছে ভ্যাকসিন সম্পর্কিত দ্বিধা ত্যগ করার বার্তা দেন তিনি। পাশাপাশি প্রত্যেককে ভ্যাকসিনের গুজব সম্পর্কিত ভয় কাটিয়ে ভ্যাকসিন নেওয়ার জন্য আহ্বান জানিয়েছেন। ইতিমধ্যে দেশে নবীনদের টিকাকরণ শুরু করা হয়েছে।
প্রসঙ্গত উল্লেখ্য সাধারণ মানুষের মনে টিকাকরণ সম্পর্কে দ্বিধা দূর করতে মধ্যপ্রদেশের বেতুল জেলার দুলারিয়া গ্রামের মানুষের সঙ্গে কথা বলেন তিনি। পাশাপাশি সাধারণ মানুষকে টিকা গ্রহণের পরামর্শ দেন তিনি। আজকের এই বক্তব্যে তিনি তাঁর নিজের পরিবারের তাঁর মায়ের এবং তাঁর নিজের গ্রহণের কথা উল্লেখ করে বলেন ভ্যাকসিন সম্পর্কিত সমস্ত গুজব থেকে নিজেদেরকে মুক্ত করে টিকা গ্রহণ করুন। টিকাকরণের পাশাপাশি আগত বর্ষায় জল সংরক্ষণের বিষয়ে জোর দেন তিনি।