সিএএ নিয়ে ফের কেন্দ্রের বিরুদ্ধে সরব হলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। পাশাপাশি নাগরিকত্ব সংশোধনী আইন নিয়ে নাগরিকদের সতর্ক করলেন তিনি। বিজেপির ফাঁদে পা না দেওয়ার কথাও বলেছেন মমতা বন্দ্যোপাধ্যায়। এদিন মুখ্যমন্ত্রী বলেন, “একটা কথা মন দিয়ে শুনে নিন! আপনারা কেউ নাগরিকত্বের জন্য কেন্দ্রের কাছে আবেদন করবেন না। করলেই আপনাদের নাগরিকত্ব চলে যাবে। আপনাকে বেআইনি অনুপ্রবেশকারী বলবে। আপনার সম্পত্তি কেড়ে নেবে। ওই ফাঁদে খবরদার পা দেবেন না!’’মঙ্গলবার হাবড়ার প্রশাসনিক সভা থেকে মমতা বলেন, ‘‘ভোটের আগে বিজেপি বিভাজনের খেলা খেলতেই এটা করেছে। তা হলে চার বছর বসে রইল কেন? ওরা আবার বাংলাটাকে ভাগ করতে চায়। বাঙালিকে তাড়াতে চায়। ২০১৯ সালে অসমে এনআরসির নামে ১৯ লক্ষ মানুষের নাগরিকত্ব কেড়ে নেওয়া হয়েছিল। তাঁদের মধ্যে ১৩ লক্ষ বাঙালি হিন্দু।’’দীর্ঘদিন ধরেই কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ জোরাল দাবি করেছিলেন, লোকসভা নির্বাচনের আগে নাগরিকত্ব সংশোধনী আইন (CAA) লাগু হবেই। কোনওভাবেই এই আইন বলবৎ হওয়া আটকানো যাবে না বলেও হুঁশিয়ারি দিয়েছিলেন স্বরাষ্ট্রমন্ত্রী। লোকসভা নির্বাচনের ঠিক আগে সোমবারই দেশজুড়ে কার্যকর করা হয়েছে সংশোধিত নাগরিকত্ব আইন। বিজ্ঞপ্তি জারি করে আনুষ্ঠানিক ভাবে এই আইন চালু হওয়ার কথা ঘোষণা করেছে কেন্দ্রীয় সরকার।মঙ্গলবার হাবড়ার সরকারি কর্মসূচি থেকে কার্যত গর্জে উঠেছেন মুখ্যমন্ত্রী। তিনি বলেন, ‘‘ফর্মে এক জায়গায় লেখা আছে, বাবার বার্থ সার্টিফিকেটের কথা। যাঁদের এখন ৫০-৬০ বছর বয়স, তাঁদের সবার বাবার বার্থ সার্টিফিকেট আছে? আমি তো আমার বাবা-মায়ের জন্মদিনই জানি না।’’ মমতার সংযোজন, ‘‘ওদের আইনটাকে সরিয়ে ফেলে দিন। এখানে বহাল তবিয়তে থাকবেন। কোনও ভাঁওতায় পা দেবেন না। জমিদারদের বিরুদ্ধে আমি আপনাদের পাহারাদার।’’
বিজেপির ফাঁদে পা দেবেন না, CAA নিয়ে বিস্ফোরক মমতা। এম ভারত নিউজ
বিজেপির ফাঁদে পা না দেওয়ার কথাও বলেছেন মমতা বন্দ্যোপাধ্যায়
Read Time:2 Minute, 47 Second