একইসঙ্গে যুগ্ম ইতিহাস তৈরী হতে পারে ওয়েট লিফটিংয়ে। রৌপ নয় ,স্বর্ণ পদক জিততে পারেন মীরাবাঈ চানু! হতে চলেছে ডোপ টেস্ট। আর তার ফলাফলের উপর ভিত্তি করেই পদক পেতে চলেছেন তিনি। প্রসঙ্গত উল্লেখ্য টোকিও অলিম্পিকে শুরুর দিনের সূচনা পর্বে ভারতের ঝুলিতে একটি রৌপ পদক নিয়ে এসেছিলেন তিনি। যদিও প্রথম স্থান ছিটকে গিয়েছিল মাত্র কিছু নম্বরের জন্যই। সেদিন প্রথম স্থানাধিকারী হিসেবে ৪৯ কেজি বিভাগে সফল ওয়েটলিফটিং করে অলিম্পিকে রেকর্ড তৈরী করেন , চিনের হাউ ঝিউহু। আর সফল ওয়েটলিফটিংয়ের মাধ্যমেই নিজের নামে অলিম্পিকে স্বর্ণ পদক লেখাতে সক্ষম হয়েছিলেন তিনি।

তবে সব শেষে পথের কাঁটা হয়ে দাঁড়াতে পারে ডোপ টেস্ট। জানা যায় এই ডোপ টেস্টে ব্যর্থ হলেই পদক দেওয়া হবেনা চীনের হাউ ঝিউহুকে । সেক্ষেত্রে যোগ্য এবং সফলভাবে ভারোত্তোলনের জন্য রৌপ পদকের পরিবর্তে স্বর্ণপদক পেতে পারেন ভারতীয় খেলোয়াড় মীরাবাঈ চানু। অ্যান্টি-ডোপিং কর্তৃপক্ষগুলি পরীক্ষা করে দেখবে যে জিউহু তাঁর খেল প্রদর্শনের আগে তাঁর শরীরে ঔষধের কোন প্রয়োগ করেছেন কিনা। জানা যাচ্ছে ইতিমধ্যেই উভয় খেলোয়াড়কে টোকিওতে থাকার জন্য আবেদন জানানো হয়েছে ।