নিজস্ব সংবাদদাতা, দুবরাজপুর :
করোনার দ্বিতীয় ঢেউয়ের সংক্রমণ কাটতে না কাটতেই ঘাড়ের কাছে এসে নিঃশ্বাস ফেলছে তৃতীয় ঢেউ। আর এবার সেই সংক্রমণ রুখতেই তৎপর দুবরাজপুর থানার পুলিশ। বিগত দেড় বছর ধরে করোনা ভাইরাস বহু মানুষের জীবন কেড়ে নিয়েছে। কিন্তু তবুও মানুষের হুঁশ ফিরছে না। সমস্ত পদ্ধতিতেও প্রচার করিয়েও যেন ঠিক কোন লাভ হয়নি। আর সেই কারণেই করোনার তৃতীয় ঢেউ আসার আগেই তৎপর জেলা পুলিশ।
সমাজে বেশ কিছু অতি সচেতন ব্যক্তি রয়েছেন যারা মাস্ক ব্যবহার ঠিকমতো করেন না। শিক্ষিত নিরক্ষর ভেদাভেদ ভুলে সকলকে মাস্ক পড়ার আবেদন জানানো হয়েছিল বহুবার। অথচ সব মেহেনতেই জল ঢালছেন কিছু অসচেতন মানুষ। কিন্তু মানুষের হুঁশ ফিরবে কখন?এক কথায় এখনও সচেতনতার অভাব রয়েছে মানুষের মধ্যে। তাই আজ যাঁদের মাস্ক ছাড়া ঘুরতে দেখা গেল , তাঁদের দশজনকে দুবরাজপুর থানার ওসি আফরোজ হোসেনের নেতৃত্বে আটক করা হয়। পাশাপাশি কয়েকজনকে পুলিসের পক্ষ থেকে মাস্ক দেওয়া হয়।