সাইবার সহ আর্থিক প্রতারণা। ১ লক্ষ ৪০ হাজার মোবাইল নম্বর ব্লক করল কেন্দ্র । সম্প্রতি আর্থিক পরিষেবা সেক্রেটারি বিবেক যোশি সাইবার নিরাপত্তা সংক্রান্ত একটি বিষয় নিয়ে আলোচনা করেন। সেখানে নাগরিকদের তরফে আর্থিক সাইবার জালিয়াতি রিপোর্টিং, ব্যবস্থাপনা সিস্টেমে ব্যাংক এবং আর্থিক প্রতিষ্ঠানগুলিকে একীভূত করা সহ বিভিন্ন বিষয় আলোচনা করা হয়।
সরকারের তরফে বিবেক যোশি জানান, তারা এখনও পর্যন্ত ১ লক্ষ ৪০ হাজার মোবাইল নাম্বার ব্লক করেছে। এগুলি সাইবার ও আর্থিক জালিয়াতির সঙ্গে জড়িত ছিল। সরকারি জারি করা বিজ্ঞপ্তি অনুসারে এই নম্বরগুলির সঙ্গে নানা ধরনের প্রতারণার অভিযোগের সম্পর্ক ছিল।
সরকারি ভাবে বিজ্ঞপ্তিতে জানানো হয়, ‘ডিপার্টমেন্ট অফ টেলিকমিউনিকেশন’ বিশ্লেষণ করে দেখেছে, অন্তত ৩৫ লক্ষ ‘প্রিন্সিপাল এনটিটি’, ‘বাল্ক এসএমএস’ পাঠিয়ে থাকে। এর মধ্যে ১৯ হাজার ৭৭৬টি ‘প্রিন্সিপাল এনটিটি’ এমন যা অসাধু উদ্দেশে এই ‘বাল্ক এসএমএস’ পাঠায়।