পুজোয় যানজট নিয়ন্ত্রণের লক্ষ্যে বৈঠক সারল কলকাতা পুলিশ । এম ভারত নিউজ

user
0 0
Read Time:2 Minute, 10 Second

সামনে বাঙালি সর্বশ্রেষ্ঠ উৎসব দুর্গাপূজা। আর তার আগেই মহানগরীর যানজট এবং ভীর নিয়ন্ত্রণের উদ্দেশ্যে উচ্চ পর্যায়ে বৈঠক করলেন কলকাতা পুলিশের উচ্চ পর্যায়ের আধিকারিকরা। করোনা আবহে পুজো হওয়ার কারণে এবারও মণ্ডপে ঢোকা নিষিদ্ধ করা হয়েছে সরকারি ভাবে। কিছুদিন আগেই নবান্নের তরফে এই বিজ্ঞপ্তি জারি করা হয়েছিল। প্রত্যেকটি পুজো কমিটিকে প্রতিমা দর্শনের ক্ষেত্রে নির্দিষ্ট ব্যারিকেড তৈরি করার নির্দেশ দেওয়া হয়েছিল। মন্ডপের ভিতরে কেবলমাত্র নির্দিষ্ট কয়েকজন কমিটির সদস্যরা উপস্থিত থাকতে পারবেন। সেই কারণেই রাস্তা থেকে প্রতিমা দর্শন করতে হবে দর্শনার্থীদের। তাই যানজট এবং ঋণ নিয়ন্ত্রণকে মাথায় রেখেই উচ্চ পর্যায়ের বৈঠক ডেকেছিলেন কলকাতা পুলিশের কমিশনার।

জানা যায়, আজ আলিপুর বডিগার্ড লাইন্সে সেই বৈঠক করেন তাঁরা। সেখানে উপস্থিত ছিলেন পুলিশ কমিশনার সৌমেন মিত্র জয়েন্ট সিপি, অ্যাডিশনাল সিপি এবং অ্যাডিশনাল পদমর্যাদার অফিসাররা। বৈঠকে উপস্থিত ছিলেন গোয়েন্দা বিভাগের অফিসার ছাড়াও ট্রাফিক পুলিশ পদমর্যাদার উচ্চ পর্যায়ের কর্তারা। আজকের এই বৈঠকে মূলত যানজট এবং ভীড়ের ক্ষেত্রে ঠিক কী কী ব্যবস্থা নেওয়া হবে, সেই বিষয়ে আলোচনা করা হয়েছে। এছাড়াও করোনাকালীন পরিস্থিতিতে সংক্রমণ যাতে বৃদ্ধি না হয় সেদিকটিও মাথায় রাখার বিষয়ে আলোচনা করা হয়েছে।

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %

Leave a Reply

Next Post

আরিয়ানের মাদক কান্ডে নয়া মোড় । এম ভারত নিউজ়

মাদক কান্ডে লাগলো এবার রাজনীতির রং। মাদক কান্ডে এক বিজেপি নেতার জড়িত থাকার ইঙ্গিত মিললো। মাদক-কাণ্ডে শাহরুখ খানের ছেলে আরিয়ান খান-সহ বেশ কয়েক জনকে গ্রেফতারের পিছনে কি আদৌ বিজেপির কোন যোগসাজশ রয়েছে? এই প্রশ্নই যখন বারবার ঘুরপাক খাচ্ছিল বলিউডের অন্দরে, তখনই প্রকাশ্যে এলো চাঞ্চল্যকর তথ্য। সূত্রের খবর, ইতিমধ্যেই নবাব মালিক […]

Subscribe US Now

error: Content Protected