Read Time:1 Minute, 25 Second
সংক্রমণ রুখতে মেট্রোর পর এবার দুর্গাপুজোতেও ই-পাস। এমনটাই জানিয়েছেন দুর্গাপুজা সমন্বয় সংস্থা ‘ফোরাম ফর দুর্গোৎসব’-এর সেক্রেটারি শাশ্বত বসু। কলকাতার বিখ্যাত পুজোগুলি দেখতে চান। তাহলে তাড়াতাড়ি সংগ্রহ করুন ই-পাস। কীভাবে সংগ্রহ করবেন ই-পাস। এম ভারতে রইল তারই বিধি।
1) গোটা কলকাতাকে উত্তর ও দক্ষিণ এই দুটি জোনে ভাগ করেছে ফোরাম।
2) প্রতিটি জোনে থাকবে ২ ঘণ্টার টাইম স্লট। গোটা দিনে থাকবে ১২টি স্লট। সেই স্লটে নির্দিষ্ট জোনে কোন কোন ঠাকুর আপনি দেখতে চান তা নির্বাচন করতে হবে।
3) তার পর মোবাইল নম্বর নথিভুক্ত করে সংগ্রহ করতে হবে ই-পাস।
4) সেই পাস নির্দিষ্ট সময় নির্দিষ্ট পুজো মণ্ডপের দরজায় দেখালে প্রবেশাধিকার মিলবে।
5) ঘণ্টায় ৫০০টি করে পাস পাওয়া যাবে।
করোনা সংক্রমণ রুখতে সামাজিক দূরত্ব বজায় রাখতে এই পদক্ষেপ বলে জানিয়েছেন তিনি।