0
0
Read Time:1 Minute, 8 Second
এবার থেকে মোবাইল অ্যাপের মাধ্যমে বুক করা যাবে টোটো রিক্সা। ভারতে টোটো পরিষেবা নিয়ে হাজির হল অ্যাপ ভিত্তিক ক্যাব সংস্থা Uber। ফলে সাধারণ মানুষের সময় এবং অর্থ দুটোই সাশ্রয় হবে বলেই দাবি সংস্থার। সেইসঙ্গে দূষণও কমবে। মঙ্গলবার থেকে Uber-এ এই টোটো পরিষেবা চালু হয়েছে। তাদের এই নতুন পরিষেবার জন্য প্রথম শহর হিসেবে দেশের রাজধানীকে বেছে নিয়েছে। পরে অন্যান্য শহরেও তা বিস্তৃত হতে পারে বলে ইঙ্গিত দেওয়া হয়েছে সংস্থার তরফে। আপাতত দিল্লিতে উবরের অ্যাপে ১০০টি ই-রিকশা যুক্ত করা হয়েছে। শহরের ২৬টি মেট্রো স্টেশনের বাইরে টোটো পাওয়া যাবে। মঙ্গলবার থেকেই Uber অ্যাপের মাধ্যমে ই-রিক্সা বুক করতে পারছেন দিল্লিবাসী।