নিজস্ব সংবাদদাতা ,পূর্ব মেদিনীপুর : করোনায় আক্রান্ত এক রোগীর মৃত্যুর ঘটনাকে কেন্দ্র করে আতঙ্ক ছড়াল পূর্ব মেদিনীপুর জেলার কোলাঘাট ব্লকের বড়িশা এলাকায়। জানা গিয়েছে কর্মসূত্রে গুজরাটে থাকতেন তিনি। গত ৮ ই এপ্রিল বাড়ি ফেরেন তিনি এবং ১৭ ই এপ্রিল কোভিড টেস্ট করান। অবশেষে মঙ্গলবার অর্থাৎ ২০ সে এপ্রিল তাঁর পজেটিভ ধরা পড়ে, এরপর ধীরে ধীরে শারীরিক অবস্থা অবনতি হতে থাকে, এবং তীব্র যন্ত্রণায় ছটফট করতে থাকেন তিনি । পরবর্তীতে যন্ত্রণা সহ্য করতে না পেরে গত কাল রাতে মৃত্যু হয় ওই ব্যক্তির ।এমনটাই জানালেন ব্লক স্বাস্থ্য আধিকারিক শিব শংকর খাঁ।
তিনি জানান এই খবর পাওয়া মাত্রই ঘটনাস্থলে পৌঁছে ছিলেন তিনি। পরবর্তীতে হাসপাতালে ফোন করে এম্বুলেন্স পাঠানোর কথা বলা হয় অ্যাম্বুলেন্স আসার আগেই মৃত্যু ঘটে ব্যক্তির। তবে এখনও পর্যন্ত সেই মৃতদেহ সৎকারের ব্যবস্থা না করায় ব্লক প্রশাসন ও স্বাস্থ্য দপ্তরের গাফিলতির অভিযোগ তুলছে এলাকা বাসী । এলাকা বাসীর অভিযোগ ওই ব্যক্তির শারীরিক অবস্থার অবনতি হওয়ার পর অক্সিজেনের জন্য ব্লক আধিকারিককে জানিয়েও কোন সহযোগিতা পাওয়া যায়নি। পাশাপাশি ওই ব্যক্তির মৃত্যুর পর এলাকায় স্যানিটাইজারের ব্যবস্থাসহ উপযুক্ত ব্যবস্থা গ্রহণ করা হয়নি। সব মিলিয়ে আতঙ্কের পরিবেশ ব্লক জুড়ে।