করোনা রোগীর মৃতদেহ সৎকার না হওয়ায় আতঙ্কিত পূর্ব মেদনীপুর । এম ভারত নিউজ

user
0 0
Read Time:2 Minute, 6 Second

নিজস্ব সংবাদদাতা ,পূর্ব মেদিনীপুর : করোনায় আক্রান্ত এক রোগীর মৃত্যুর ঘটনাকে কেন্দ্র করে আতঙ্ক ছড়াল পূর্ব মেদিনীপুর জেলার কোলাঘাট ব্লকের বড়িশা এলাকায়। জানা গিয়েছে কর্মসূত্রে গুজরাটে থাকতেন তিনি। গত ৮ ই এপ্রিল বাড়ি ফেরেন তিনি এবং ১৭ ই এপ্রিল কোভিড টেস্ট করান। অবশেষে মঙ্গলবার অর্থাৎ ২০ সে এপ্রিল তাঁর পজেটিভ ধরা পড়ে, এরপর ধীরে ধীরে শারীরিক অবস্থা অবনতি হতে থাকে, এবং তীব্র যন্ত্রণায় ছটফট করতে থাকেন তিনি । পরবর্তীতে যন্ত্রণা সহ্য করতে না পেরে গত কাল রাতে মৃত্যু হয় ওই ব্যক্তির ।এমনটাই জানালেন ব্লক স্বাস্থ্য আধিকারিক শিব শংকর খাঁ।

তিনি জানান এই খবর পাওয়া মাত্রই ঘটনাস্থলে পৌঁছে ছিলেন তিনি। পরবর্তীতে হাসপাতালে ফোন করে এম্বুলেন্স পাঠানোর কথা বলা হয় অ্যাম্বুলেন্স আসার আগেই মৃত্যু ঘটে ব্যক্তির। তবে এখনও পর্যন্ত সেই মৃতদেহ সৎকারের ব্যবস্থা না করায় ব্লক প্রশাসন ও স্বাস্থ্য দপ্তরের গাফিলতির অভিযোগ তুলছে এলাকা বাসী । এলাকা বাসীর অভিযোগ ওই ব্যক্তির শারীরিক অবস্থার অবনতি হওয়ার পর অক্সিজেনের জন্য ব্লক আধিকারিককে জানিয়েও কোন সহযোগিতা পাওয়া যায়নি। পাশাপাশি ওই ব্যক্তির মৃত্যুর পর এলাকায় স্যানিটাইজারের ব্যবস্থাসহ উপযুক্ত ব্যবস্থা গ্রহণ করা হয়নি। সব মিলিয়ে আতঙ্কের পরিবেশ ব্লক জুড়ে।

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %

Leave a Reply

Next Post

অবশেষে মিলল ন্যায় বিচার, দোষী সাব্যস্ত জর্জ ফ্লয়েডের হত্যাকারী শেতাঙ্গ পুলিশ । এম ভারত নিউজ

বছরখানেক আগে আমেরিকার মিনিয়াপোলিস এ কৃষ্ণাঙ্গ যুবক জর্জ ফ্লয়েডের মর্মান্তিক মৃত্যু নাড়িয়ে দিয়েছিল গোটা বিশ্বকে। মাটিতে ফেলে জর্জের ঘাড়ের উপর হাঁটু চেপে ধরেছিলেন শ্বেতাঙ্গ পুলিশকর্মী ডেরেক। তাতেই ছটফট করতে করতে মৃত্যু হয় জর্জের। মৃত্যুর আগে অব্দি জর্জ মৃত্যু যন্ত্রণায় চিৎকার করতে থাকেন “আমি নিঃশ্বাস নিতে পারছি না।” তাতেও করুণা হয়নি […]

You May Like

Subscribe US Now

error: Content Protected