0
0
Read Time:1 Minute, 0 Second
একই দিনে শহরে চালু হচ্ছে কলকাতা মেট্রো আর ইস্ট-ওয়েস্ট মেট্রো । আগামী ১৪ সেপ্টেম্বর সোমবার থেকে চালু হচ্ছে কলকাতা মেট্রো ৷ এর আগে জানা গিয়েছিল, আগামী সোমবার কলকাতা মেট্রো চালু হলেও,বন্ধ থাকবে ইস্ট ওয়েস্ট মেট্রো পরিষেবা । কিন্তু কর্তৃপক্ষ জানিয়েছে যে একই দিনে ইস্ট ওয়েস্ট মেট্রোও চালু হবে ৷ কলকাতা মেট্রোতে উঠতে গেলে ই-পাস, স্মার্ট কার্ড ও কিউ আর কোড লাগলেও ইস্ট ওয়েস্ট মেট্রোতে উঠতে গেলে লাগবে না কোন ই-পাস ৷ ১৪ তারিখ মেট্রো চালু হলেও তার আগের দিন অর্থাৎ ১৩ তারিখ নিট পরীক্ষার জন্য কয়েকটি স্পেশাল মেট্রো চলবে ।