কুণাল-শতাব্দীর কোটি টাকার সম্পত্তি বাজেয়াপ্ত করল ইডি । এম ভারত নিউজ

user
0 0
Read Time:2 Minute, 53 Second

নির্বাচন চলাকালীনই ফের রাজ্যে হানা দিল ইডি(এনফোর্সমেন্ট ডিরেক্টরেট)। রাজ্যে নির্বাচনী ঘন্টা বাজতেই চিটফান্ড মামলা নিয়ে আরও তৎপর হয়েছে কেন্দ্রীয় তদন্তাকারী সংস্থা এনফোর্সমেন্ট ডিরেক্টরেট। সারদা কেলেঙ্কারির তদন্তে এখনও পর্যন্ত কুণাল ঘোষ ও শতাব্দী রায়ের তিন কোটি টাকার সম্পত্তি বাজেয়াপ্ত করল এনফোর্সমেন্ট ডিরেক্টরেট, বলেই জানা যাচ্ছে এখনো পর্যন্ত। সারদা কাণ্ডে গত কয়েকদিন একাধিক প্রভাবশালী ব্যক্তিত্বকে জেরা করেছেন গোয়েন্দারা । কিছু নির্দিষ্ট তথ্যের ভিত্তিতেই চলছে জিজ্ঞাসাবাদ, বেশ কিছুদিন আগে সারদা মামলায় কুণাল ঘোষকে জেরা করা হয় আগেই সারদার থেকে নেওয়া প্রায় দু’‌ কোটি ৬৭ লক্ষ টাকা ইডি-কে ফেরত দেন কুণাল। পাশাপাশি তৃণমূলের মুখপাত্র আবেদন করেন, সারদা চিট ফান্ড থেকে বেতন এবং বিজ্ঞাপন বাবদ তিনি যত টাকা নিয়েছিলেন, তা ফিরিয়ে দিতে চান।

যদিও তাঁর সম্পত্তি বাজেয়াপ্ত হওয়ার খবর সামনে আসার পরই তা সম্পূর্ণ অস্বীকার করেছেন কুণাল। খবর ছড়িয়ে পড়তেই ফেসবুক পোস্টে তিনি লেখেন, ‘‌ইডি আমার কোনও সম্পত্তি আজ/এখন/আগে বাজেয়াপ্ত করেছে বলে আমার কাছে কোনও খবর নেই। সারদা মিডিয়া থেকে আমার বেতন এবং বিজ্ঞাপনবাবদ পুরো বৈধ আয় আমি সম্পূর্ণ স্বেচ্ছায় ফেরত দিয়েছি। আর কেউ বিজ্ঞাপনের টাকা ফেরত দিয়েছে বলেও নজির নেই। ২০১৩ সালের ফেব্রুয়ারি থেকে আমার ফেরত শুরু। ২০১৭–তে ইডিকে বলেছিলাম ফেরত দেব। একটু সময় নিচ্ছি। আয়ের আয়করও সব দেওয়া। এর পূর্ণাঙ্গ নথি আমার কাছে প্রস্তুত। আমি স্বেচ্ছায় সম্পূর্ণ বৈধ আয় ফেরত দিয়েছি। ইডি দপ্তর থেকে বেরনোর সময় সাংবাদিকদের সব বিস্তারিত বলে এসেছি। ফলে আমি যা স্বেচ্ছায় ইডিকে দিয়েছি, তারা সেটা আইনি প্রক্রিয়ায় গ্রহণ করছে বলে জানি। তার বাইরে কোনও সম্পত্তি বাজেয়াপ্তর খবর নেই, প্রশ্নও নেই।’‌

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %

Leave a Reply

Next Post

২৪ বছরের মহিলাকে নগ্ন করে মারধরের অভিযোগ উড়িষ্যায় । এম ভারত নিউজ

যে দেশে সরকারিভাবে যৌতুক নেওয়া বা দেওয়াকে গ্রহণযোগ্য অপরাধ বলে মেনে নেওয়া হয়, সেই দেশে একটি ২৪ বছর বয়সি মেয়েকে অত্যাচারিত হতে হচ্ছে যৌতুক না যোগাড় করতে পারার কারণে, অবাক লাগছে ! কিন্তু অবাক লাগলেও এটাই বাস্তব।শনিবার ওড়িশার কেন্দ্রপাড়া জেলায় ২৪ বছর বয়সী মহিলাকে শ্বশুরবাড়িতে নগ্ন করে পিটিয়ে বেধড়ক মারা […]

Subscribe US Now

error: Content Protected