করোনার দ্বিতীয় ঢেউয়ের রেষ কাটতে না কাটতেই ঘাড়ের কাছে এসে নিঃশ্বাস ফেলছে করোনার ডেল্টা ভ্যারিয়েন্ট। আর এবার এই ডেল্টা ভ্যারিয়েন্ট থেকে বিশ্বব্যাপী সাধারণ মানুষকে বাঁচাতে নয়া গবেষণা নিয়ে সামনে এল জামালিয়া রিসার্চ ইনস্টিটিউট অফ এপিডেমোলোজি এন্ড মাইক্রোবায়োলজি। গবেষণায় পাওয়া তথ্য অনুসারে জানতে পারে গেছে ডেল্টা ভেরিয়েন্ট সহ নতুন প্রজাতির সমস্ত করোনাভাইরাস রুখতে সক্ষম রাশিয়ার তৈরি স্পুটনিক ভি ভাইরাস। গতকালই প্রকাশ পেয়েছে জামালিয়া রিসার্চ ইনস্টিটিউট অফ এপিডেমোলোজি এন্ড মাইক্রোবায়োলজির গবেষণার রিপোর্ট। আর এরপরই বেশ কিছুটা স্বস্তির নিশ্বাস ফেলেছেন চিকিৎসকরা।

জানা যাচ্ছে এই গবেষণার প্রকাশিত তথ্য অনুসারে জানা গেছে, করোনা ভাইরাসের আলফা বি. ওয়ান.ওয়ান.সেভেন, বিটা বি. ওয়ান . থ্রি ফাইভ ওয়ান, ঠাম্মা পি .ওয়ান এবং ডেল্টা বি.ওয়ান. সিক্স ওয়ান সেভেন .টু ও বি.ওয়ান .সিক্স ওয়ান সেভেন. থ্রি প্রজাতির বিরুদ্ধে কার্যকর স্পুটনিক ভি। একই ভাবে মস্কো প্রজাতি বি.ওয়ান.ওয়ান.ওয়ান ফোর ওয়ান ও বি.ওয়ান.ওয়ান. থ্রি ওয়ান সেভেন বা সি.থ্রি সেভেন বা ল্যাম্ডা-র বিরুদ্ধেও কাজ করে এই টিকা। প্রসঙ্গত উল্লেখ্য বর্তমানে বিশ্বের প্রায় ৬৭ টি দেশে এই টিকার ব্যবহারের প্রাচুর্যতা দেখা যাচ্ছে।