বিনা সতর্কতার বৃষ্টিপাতে, ধস নামল বাণিজ্য নগরীতে। আগে থেকে সর্তকতা না পাওয়ার জন্য সাধারণ জনজীবন থমকে যায় এক ধাক্কায়। হঠাৎ বৃষ্টিতে জল জমতে থাকে থাকে বাণিজ্য নগরীর বিভিন্ন প্রান্তে। স্বভাবতই ধ্বংসের ফলে ঘটনাস্থলে আটকে পড়েন বহু মানুষ, ইতিমধ্যেই মৃত্যু হয়েছে ১১ জনের। জানা যাচ্ছে এখানে এখনও পর্যন্ত অনেক মানুষেরই আটকে থাকার সম্ভাবনা রয়েছে । প্রসঙ্গত উল্লেখ্য গতকাল মধ্যরাত থেকে আজকে সকাল পর্যন্ত টানা বৃষ্টিতে ধ্বস নামে বাণিজ্য নগরী চেম্বুর নামক এলাকায়। ঘটনাস্থলেই মৃত্যু হয় ১১ জনের, এবং পরবর্তীতে সেখান থেকে জীবিত অবস্থায় উদ্ধার করা হয় ১৩ জনকে । এছাড়াও এখনও পর্যন্ত আহত হয়েছেন ৮ জন। ঘটনাস্থল থেকে উদ্ধার করে সমস্ত আহত ব্যক্তিদের পার্শ্ববর্তী হাসপাতালে ভর্তি করা হয়েছে।

প্রসঙ্গত উল্লেখ্য বাণিজ্য নগরীতে ভয়াবহ বৃষ্টিপাতের ফলে যে সমস্ত এলাকাগুলি জলমগ্ন হয়েছে সেগুলি হল চুনাভাট্টি , দাদার, গান্ধী মার্কেট, চেম্বুর ও কুরলা এলবিএস রোড। তবেই বাণিজ্য নগরীতে এই ভয়াবহ বৃষ্টিপাতের ফলে ব্যাহত হয়েছে ট্রেন চলাচল। বেশকিছু রেল ট্রাকেও জল জমে থাকতে দেখা গিয়েছে। এছাড়া নিচু এলাকাগুলিতে এখনও পর্যন্ত জল জমে থাকায় ব্যাহত হচ্ছে জনজীবন।