স্বপ্নের সলিল সমাধি। পারল না আফগানিস্তান। দক্ষিণ আফ্রিকার কাছে সেমিফাইনালে গো হারান হেরে চোখের জলে বিদায় নিলেন আফগানরা। প্রথমবার কোনও আইসিসি ট্রফি তো বটেই, কোন বিশ্বকাপের সেমিফাইনালে উঠে চমকে দিয়েছিলেন রশিদ খানরা। কাবুল , কান্দাহার সহ আফগানিস্তানের প্রতিটি প্রদেশ সেজে উঠেছিল অন্য এক আবহে। প্রথমবার কোন বিশ্বকাপের সেমিফাইনালে খেলছে আফগানিস্তান। তাই খুশির আনন্দ কম ছিল না।
গোটা প্রতিযোগিতায় যে ক্রিকেট খেলেছেন আফগানরা, তাতে সবাই প্রত্যাশা করেছিলেন অন্তত সেমিফাইনালে দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে একটা কঠিন লড়াই দেবেন গুরবাজরা। কিন্তু শক্তিশালী প্রটিয়াদের বিরুদ্ধে ন্যূনতম প্রতিরোধও গড়ে তুলতে পারলেন না আফগানরা। টি ২০ বিশ্বকাপের ইতিহাসে লজ্জার রেকর্ড গড়ে ফেললেন তারা। প্রথমে ব্যাট করে ১১.১ ওভারে মাত্র ৫৬ রানে গুটিয়ে গেল আফগানিস্তানের ইনিংস। জবাবে মাত্র ৮.৫ ওভারে জয়ের জন্য প্রয়োজনীয় রান তুলে নিল দক্ষিণ আফ্রিকা। এই রান তুলতে তারা হারালেন কুইন্টন ডিককের উইকেট।
আফগান ক্রিকেটারদের মধ্যে একমাত্র আজমাতুল্লাহ দুই অঙ্কের রানে পৌঁছেছিলেন। বাকিরা কেউ দু অঙ্কের রানেও পৌঁছাতে পারেননি। বল হাতেও আফগান বোলাররা ব্যর্থ। দক্ষিণ আফ্রিকার একমাত্র উইকেটটি পেয়েছেন ফজল হক ফারুকী। এদিকে আফগানিস্তানকে হারিয়ে ফাইনালে উঠে ইতিহাস গড়লো দক্ষিণ আফ্রিকা। প্রথমবার কোনও বিশ্বকাপের ফাইনালে উঠল সারা জীবন চোকার্স তকমা পাওয়া দক্ষিণ আফ্রিকা।
গতবার একদিনের বিশ্বকাপে সেমিফাইনালে অস্ট্রেলিয়ার কাছে হেরে বিদায় নিয়েছিল দক্ষিণ আফ্রিকা। যদিও এটাই দক্ষিণ আফ্রিকার প্রথম আইসিসি ফাইনাল নয়। কারণ এর আগে দক্ষিণ আফ্রিকা ১৯৯৮ সালের চ্যাম্পিয়ন্স ট্রফির ফাইনালে উঠেছিল। চ্যাম্পিয়নশিপ ট্রফিটাও জিতেছিল দক্ষিণ আফ্রিকা। তাই সেই হিসেবে দেখতে গেলে দক্ষিণ আফ্রিকার কাছে প্রথমবার বিশ্বকাপ জয়ের হাতছানি এবং দ্বিতীয়বার আইসিসির কোন বড় প্রতিযোগিতা জয়ের সুযোগ।