পলিটেকনিক সহ ইঞ্জিনিয়ারিং বই এবার আঞ্চলিক ভাষাতেও । এম ভারত নিউজ

user
0 0
Read Time:2 Minute, 24 Second

নতুন বছরে বাংলা মাধ্যমের ছাত্র-ছাত্রীদের জন্য সুখবর । মেধা থাকা সত্ত্বেও, অনেক বাংলা মিডিয়ামের ছাত্র ছাত্রীরাই নিজেদেরকে ইঞ্জিনিয়ারিং ও মেডিকেলের মোটা মোটা ইংরেজি বইগুলি থেকে সরিয়ে রাখে । তাই এবার পলিটেকনিক ও ইঞ্জিনিয়ারিং এর বইগুলো ছাপানো হবে বাংলা এবং আঞ্চলিক ভাষাতে। সাধারণত যে ছাত্রছাত্রীরা ছোটবেলা থেকে ইংরেজি মাধ্যমে পড়াশোনা করে এসেছে তাদের জন্য কোন অসুবিধার কারণ না হলেও যেসমস্ত ছাত্রছাত্রীরা বাংলা ও অন্যান্য আঞ্চলিক ভাষায় পড়াশোনা করে তাদের জন্য এক প্রকার অসুবিধার জায়গা তৈরি করে এই ল্যাংগুয়েজ ব্যারিয়ার। আর তাঁদের কথা ভেবেই এ সিদ্ধান্ত নিল ‘অল ইন্ডিয়া কাউন্সিল ফর টেকনিক্যাল এডুকেশন’ (এআইসিটিই) ।

যেসমস্ত ছাত্রছাত্রীরা বাংলা মাধ্যমের পাঠরত ,তারা হঠাৎ করে কলেজে পৌছে ইংরেজি মাধ্যমের ওই বইগুলি পেয়ে জড়তার শিকার হন। যদিও এই প্রস্তাবের পাশাপাশি ঘোষণা করা হয়েছে, যে ইঞ্জিনিয়ারিং এর প্রথম বর্ষের ক্ষেত্রেই থাকছে এই বিশেষ সুবিধা । পরবর্তী বর্ষ গুলি ইংরেজীতেই অধ্যায়ন করতে হবে তাদের। নাহলে চাকরির ক্ষেত্রে বিশেষ অসুবিধায় পড়বেন তারা। চাকরির পরীক্ষা বা ক্যাম্পাসইং এর ক্ষেত্রে ইংরেজি ভাষা বাধ্যতামূলক বলেই জানা যায়। সেক্ষেত্রে নিজস্ব ভাষা বা আঞ্চলিক ভাষায় পাঠরত ছাত্র ছাত্রীরা সমস্যায় পড়তে পারেন। তাই ইঞ্জিনিয়ারিং এর প্রথম বর্ষে বাংলা ও আঞ্চলিক ভাষায় পড়াশোনা করলেও আগামী বছর গুলো ইংরেজিতে অধ্যায়ন করতে হবে তাদের।

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %

Leave a Reply

Next Post

সোমে ঘোষণা, মঙ্গলে দেওয়াল লিখন "মমতা" । এম ভারত নিউজ

সোমবারই নন্দীগ্রামের জনসভা থেকে সেখানকার প্রার্থী হিসেবে দাঁড়ানোর ইচ্ছেপ্রকাশ করেছেন তৃণমূল সুপ্রিমো তথা মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তার ঠিক পর দিনই অর্থাৎ মঙ্গলবার সকাল থেকেই দেওয়াল লিখনের ব্যস্ত হয়ে পড়েছেন তৃণমূল কর্মী সমর্থকরা। এদিন নন্দীগ্রাম বিধানসভা কেন্দ্রের তিন নম্বর অঞ্চলের কেন্দ্রমারি এলাকার হোসেনপুরে তৃণমূল কর্মী সমর্থকরা দেওয়াল লিখনের কাজ শুরু করে […]

Subscribe US Now

error: Content Protected