রাজ্য জুড়ে পালিত হচ্ছে তৃণমূল ছাত্র পরিষদের প্রতিষ্ঠা দিবস । এম ভারত নিউজ

user
0 0
Read Time:1 Minute, 56 Second

২৮শে আগস্ট পালিত হচ্ছে তৃণমূল ছাত্র পরিষদের প্রতিষ্ঠা দিবস। রাজ্য জুড়ে দলের প্রতিটি স্তরে বিভিন্ন কর্মসূচি,মিছিলের ব্যবস্থা করা হয়েছে। ভার্চুয়ালি এই কর্মসূচিতে যোগদান করবেন মমতা বন্দ্যোপাধ্যায়। আজ ছাত্রদের সঙ্গে সরাসরি কথাও বলবেন তিনি।এরাজ্যের পাশাপাশি ত্রিপুরাতেও পালিত হচ্ছে তৃণমূল ছাত্র পরিষদের প্রতিষ্ঠা দিবস। এদিন আগরতলা সার্কিট হাউস সংলগ্ন মাঠে উপস্থিত ছিলেন তৃণমূল নেতা সাংসদ শান্তনু সেন এবং তৃণমূলের রাজ্য সাধারণ সম্পাদক কুণাল ঘোষ।

তৃণমূল নেতা কুণাল ঘোষের বক্তব্য, বাংলায় মমতা বন্দ্যোপাধ্যায়ের সরকার কন্যাশ্রী, শিক্ষাশ্রী, রূপশ্রী, সবুজসাথী, স্বাস্থ্যসাথীর মত মডেল গড়ে দেখিয়েছে। ত্রিপুরার মানুষ এসমস্ত সুযোগ সুবিধা থেকে বঞ্চিত হচ্ছে। ২০২৩-র পর ত্রিপুরায় তৃণমূল সরকার ক্ষমতায় এলে এখানকার প্রতিটি ছাত্রী কন্যাশ্রী প্রকল্প পাবে।এছাড়া ত্রিপুরায় দশ হাজার শিক্ষকের চাকরি কেড়ে নেওয়ার প্রতিবাদে এদিন পথে নামছে তৃণমূল ছাত্র পরিষদ ;আগরতলা রাজপথে সারাদিন চলবে বিক্ষোভ অবস্থান। দলের প্রতিটি স্তরের কর্মীকেই এই অনুষ্ঠানে উপস্থিত থাকার আহ্বান জানিয়েছেন দলের শীর্ষ নেতৃত্ব।

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %

Leave a Reply

Next Post

বীরভূম জেলা ট্রাফিক পুলিশের উদ্যোগে রক্তদান শিবির সিউড়িতে । এম ভারত নিউজ

নিজস্ব সংবাদদাতা; বীরভূম:গত কয়েক মাস ধরে কয়েকটি বিশেষ উদ্যোগের জন্য খবরের শিরোনামে আসছে বীরভূমের সদর শহর সিউড়ি। আজও এমনই একটি মহান উদ্দেশ্যে অনুষ্ঠিত হল রক্তদান শিবির। জানা যাচ্ছে, আজ বীরভূমের সদর শহর সিউড়িতে, বীরভূম জেলা ট্রাফিক পুলিশের উদ্যোগে এবং সিউড়ি ট্রাফিক পুলিশের উপস্থাপনায় একটি ব্লাড ডোনেশন ক্যাম্পের আয়োজন করা হয়। […]
News_1036

Subscribe US Now

error: Content Protected