করোনা আবহেই পশ্চিবঙ্গে নির্বাচন চলছে| তাই নেতা, মন্ত্রীরাও আক্রান্ত হচ্ছেন করোনাতে|শুধু আক্রান্ত নয় মৃত্যুও হয়েছে বিভিন্ন দলীয় নেতাদের| আর এবার করোনায় আক্রান্ত হলেন রাজ্যের বিদায়ী ক্রেতা ও সুরক্ষা দপ্তরের মন্ত্রী সাধন পাণ্ডে| তাঁর শরীরে পাওয়া গিয়েছে করোনা ভাইরাসের জীবাণু। যদিও তিনি ভ্যাকসিন নিয়েছিলেন, কিন্তু তা সত্ত্বেও তৃণমূলের বিদায়ী মন্ত্রী অসুস্থ হয়ে পড়েন। অসুস্থ হওয়ার পরে তাঁকে হাসপাতালে ভরতি করানো হয় এবং করোনা পরীক্ষা করে দেখা যায় কোভিড পজিটিভ। তাঁকে পর্যবেক্ষণে রাখা হয়েছে। গত বছর সাধন পাণ্ডের স্ত্রী করোনা আক্রান্ত হন, কিন্তু সেসময় মন্ত্রীর রিপোর্ট নেগেটিভ আসে। সূত্রের খবর, বেশ কয়েকদিন দলীয় প্রচারের জন্য তাঁকে বাইরে যেতে হয়েছে| তারপর বুধবার সাধন পান্ডে কোভিড ভ্যাকসিন নিয়েছিলেন। এরপর রাতের দিকে হঠাৎই তিনি অসুস্থ হয়ে পড়েন। তারপর অসুস্থ অবস্থায় তাঁকে বাইপাসের ধারে এক বেসরকারি হাসপাতালে ভর্তি করা হয়| এখন তিনি হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন| যদিও, পরিবার সূত্রে খবর, তিনি প্রচার নিয়ে চিন্তিত। শরীর অসুস্থ থাকলেও প্রচারে বেরতে চাইছেন। কোভিড পজিটিভ হওয়ায় আপাতত নিবৃত্ত হয়েছেন।
ভ্যাকসিন নেওয়ার পরেও করোনা আক্রান্ত হলেন সাধন পান্ডে? এম ভারত নিউজ
Read Time:1 Minute, 56 Second