আন্দোলনের পরেও ঊর্ধ্বমুখী পেট্রোপণ্যের দাম ! চিন্তায় মধ্যবিত্ত । এম ভারত নিউজ

user
0 0
Read Time:2 Minute, 25 Second

পেট্রোপণ্যের দাম বৃদ্ধি নিয়ে দেশের বিভিন্ন প্রান্তে অভিনব পদ্ধতিতে আন্দোলনের ,পাশাপাশি চলছে অবস্থান-বিক্ষোভ। পেট্রোপণ্যের এই দ্রুত দাম বৃদ্ধিতে চিন্তায় পড়েছে মধ্যবিত্ত। তবে এই আন্দোলন এবং অবস্থান-বিক্ষোভের পরেও ক্রমাগত বেড়ে চলেছে পেট্রোপণ্যের দাম। আজ সকালেও মহানগরীর সহ দেশের বিভিন্ন প্রান্তের মেট্রোপলিটান শহরগুলিতে বাড়ল পেট্রোপণ্যের দাম। জানা যাচ্ছে মহানগরীতে আজ লিটারপ্রতি পেট্রোলের দাম বেড়েছে ৩৯ পয়সা। সুতরাং পেট্রোলের নয়া দাম হল ১০১ টাকা ৭৪ পয়সা। পেট্রোলের পাশাপাশি বেড়েছে ডিজেলের দাম, ২১ পয়সা বেড়ে, ডিজেলের নতুন নাম হল ৯৩ টাকা ২ পয়সা।

দেশের বিভিন্ন প্রান্তের পেট্রোপণ্যের দাম গুলো দেখে নিন এক নজরে :

১) রাজধানীতে আজ লিটার প্রতি পেট্রোলের দাম ৩৫ পয়সা বেড়ে হয়েছে ১০১.৫৪ টাকা পাশাপাশি ডিজেলের দাম লিটার প্রতি ৮৯.৮৭ টাকা ৷

২) চেন্নাইতে পেট্রোলের লিটার প্রতি দাম ১০২.২৩ টাকা এবং ডিজেল ৯৪.৩৯ টাকা ৷ভোপালে পেট্রোলের দাম ১০৯.৮৯ টাকা, ডিজেল ৯৮.৬৭ টাকা ৷

৩) মুম্বইতে পেট্রোলের দাম লিটার প্রতি ১০৭.৫৪ টাকা এবং ডিজেল ৯৭. ৪৫ টাকা ৷

৪) বেঙ্গালুরুতে পেট্রোলের দাম আজ বৃহস্পতিবার লিটার প্রতি ১০৪.৯৪ টাকা এবং ডিজেল ৯৫.২৬ টাকা ৷

৫)পটনায় পেট্রোলের দাম ১০৩.৯১ টাকা এবং ডিজেল ৯৫.৫১ টাকা ৷

৬)জয়পুরে পেট্রোল ১০৮.৪০ টাকা, ডিজেল ৯৯.০২ টাকা ৷

৭) লখনউতে পেট্রোল ৯৮.৬৩ টাকা এবং ডিজেল ৯০.২৬ টাকা লিটার ৷

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %

Leave a Reply

Next Post

বকখালিতে ট্রলারডুবির দুর্ঘটনায় উদ্ধার হল ৯ মৃতদেহ । এম ভারত নিউজ

গতকাল সন্ধ্যায় বঙ্গোপসাগরের বকখালিতে ট্রলারডুবির দুর্ঘটনায় উদ্ধার আরও ৯ টি মৃতদেহ, এখনও পর্যন্ত নিখোঁজ সংখ্যা ১। জানা যাচ্ছে দীর্ঘ তল্লাশির পর গতকাল মধ্যরাতে ফ্রেজারগঞ্জের বালিয়াড়াতে দেহগুলি তোলা হয়। প্রসঙ্গত উল্লেখ্য উদ্ধার করার পরে ট্রলারের কেবিনে এই ৯ টি লাশ পাশাপাশি দেখা যায় । দুর্ঘটনাগ্রস্ত ট্রলারটির নাম এফবি হৈমাবতী। স্থানীয় সূত্রে […]
district_142

Subscribe US Now

error: Content Protected