টিকা নিলেও রেহাই নেই করোনায়, দাবী এইমসের । এম ভারত নিউজ

user
0 0
Read Time:1 Minute, 55 Second

টিকা নিলেও রেহাই নেই করোনার হাত থেকে। টিকার একটি এমনকি দুটি ডোজ নেওয়ার পরও দেহে সংক্রমিত হতে পারে করোনার ডেল্টা স্ট্রেন, এমনটাই দাবী এইমসের। শুধু এইমসই নয়, একই দাবী তুলেছেন ন্যাশানাল সেন্টার ফর ডিজিজ কন্ট্রোলের গবেষকরাও।

সম্প্রতি সামনে এসেছে একটি গবেষণা পত্র। ৬৩জন মানুষের উপর একটি পরীক্ষা চালায় এই দুটি সংখ্যা। ওই ৬৩জনের মধ্যে ১০ জন কোভিশিল্ড এবং ৫৩ জন কোভ্যাক্সিন টিকা নিয়েছেন। এঁদের মধ্যে ৩৬ জনই নিয়েছেন টিকার দুটি ডোজই। কিন্তু গবেষণায় উঠে এসেছে এক চাঞ্চল্যকর তথ্য। যাঁরা টিকার দুটি ডোজই নিয়েছেন তাঁদের ৬০% এর শরীরে এবং যাঁরা একটি ডোজ নিয়েছেন তাঁদের ৭৬.৯% এর শরীরে মিলেছে করোনার ডেল্টা স্ট্রেন। যদিও এখনও বিস্তৃত এবং চুড়ান্ত পর্যালোচনা হয়নি এই গবেষণার।

গতবছর অক্টোবরে ভারতে সন্ধান মেলে অত্যন্ত ক্ষতিকর এবং অতিমাত্রায় সংক্রামক ডেল্টা স্ট্রেনের। গবেষকদের দাবী আলফা ও বিটা স্ট্রেনের সমস্ত জেনেটিক বৈশিষ্ট্য আত্মস্থ করাতেই এত শক্তিশালী হয়ে উঠেছে ডেল্টা স্ট্রেন। যে কারণে এটি মানব দেহের রোগ প্রতিরোধ ব্যবস্থাকে ভেঙে দ্রুত সংক্রমিত করছে মানুষকে। যদিও এখনও করোনা রুখতে টিকাকরণের উপরেই ভরসা রাখতে বলছেন গবেষকরা।

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %

Leave a Reply

Next Post

"চিকিৎসকরা ঈশ্বরের দূত, টিকা নেব শীঘ্রই", সুর বদল রামদেবের ? । এম ভারত নিউজ

এবার কার্যতই উলটো সুর যোগগুরু রামদেবের গলায়। চাপের মুখে পড়ে চিকিৎসকদের “ঈশ্বরের দূত” বলে অবিহিত করলেন তিনি। টিকা নেবেন শীঘ্রই, এমনটাও জানাতে দেখা গেল তাঁকে। সম্প্রতি রামদেবের অ্যালোপ্যাথি চিকিৎসা সংক্রান্ত মন্তব্যের জেরে তোলপাড় শুরু হয় গোটা দেশে। একাধিক জায়গায় বিক্ষোভ দেখান চিকিৎসকরা। আদালত অবধিও গড়ায় ব্যাপারটি। কিছুদিন আগেই তাঁকে বলতে […]

Subscribe US Now

error: Content Protected