আগামী দোসরা মে, ভোট গণনার দিন জয়ী দলের ওপর বিজয় মিছিল করার ক্ষেত্রে কড়া নিষেধাজ্ঞা জারি করল নির্বাচন কমিশন। মাদ্রাজ হাইকোর্টের ভৎসনার পরে এবার নড়েচড়ে বসল নির্বাচন কমিশন। গতকাল মাদ্রাজ হাইকোর্টের তরফ থেকে করোনার দ্বিতীয় সংক্রমনের জন্য দায়ী করা হয়েছে নির্বাচন কমিশনের শীর্ষ আধিকারিকদের। এমনকি মাদ্রাজ হাইকোর্টের তরফ থেকে জানানো হয়েছিল ,কোভিড বিধি লংঘন করা হলে ভোট গণনা অসম্পূর্ণ অবস্থায় থেকে যাবে।তারপরে আজ সকালেই নিজেদের ভূমিকা সম্পর্কে অবগত হন নির্বাচন কমিশন।
প্রসঙ্গত উল্লেখ্য, আজ সকালেই নির্বাচন কমিশনের তরফ থেকে একটি বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, আগামী ২রা মে, ভোট গণনার দিন যেই দলই বিজয়ী হোক না কেন, রাজ্যের কোন অংশেই কোন বিজয় মিছিলে অংশ নিতে পারবেন না কেউই। বর্তমানে রাজ্য কোভিড সংক্রমনের মাত্রা অত্যাধিক, এমনকি ভারতবর্ষের সমস্ত রাজ্যগুলির মধ্যে সংক্রমনের দিক থেকে এগিয়ে রয়েছে পশ্চিমবঙ্গ। সেক্ষেত্রে নির্বাচনের কারণে এই সংক্রমণ আরও বৃদ্ধিপ্রাপ্ত হয়েছে বলেই মনে করা হচ্ছে ।
আগামীতে বিজয় মিছিলের কারণে যদি আবারও বিপুল সমাবেশ করা হয় তাহলে সংক্রমণ লাগামছাড়া হতেই বাধ্য । তাই আগাম তৎপরতা দেখিয়ে, এই বিষয়ে কড়া নিষেধাজ্ঞা জারি করল নির্বাচন কমিশন। কিছুদিন আগেই ভারতের পাঁচ রাজ্য এবং একটি কেন্দ্রশাসিত অঞ্চলে বিধানসভা নির্বাচন শুরু হয়েছিল। তার মধ্যে বাকি চার রাজ্যে এবং ওই কেন্দ্রশাসিতঅঞ্চলে ইতিমধ্যেই নির্বাচনী প্রক্রিয়া সম্পন্ন হয়েছে এক দফাতেই । তবে পশ্চিমবঙ্গের ক্ষেত্রে তা হচ্ছে ৮ দফায়, এখনও পর্যন্ত পশ্চিমবঙ্গের বিধানসভা নির্বাচনের ১ দফা বাকি রয়েছে । আগামী ২ রা মে সমস্ত রাজ্যগুলি একই সাথে ভোট গণনা হতে চলেছে। তবে কোন রাজ্যকেই ভোট গণনার দিনে বিজয় মিছিল করার অনুমতি দেওয়া হচ্ছে না।