নয়া ৩ কৃষি আইন বিতর্কে অষ্টম দফাতেও সুরাহা মিললোনা। ৮ জানুয়ারি শুক্রবার দুপুর ২.৪৫ নাগাদ দিল্লির বিজ্ঞানভবনে শুরু হয় কেন্দ্র-কৃষক বৈঠক। দুই পক্ষই শেষ পর্যন্ত নিজেদের দাবিতে অনড় থাকে। কেন্দ্র স্পষ্ট জানায় ৩ কৃষি আইন কোনমতেই বাতিল করার কথা ভাবছেনা তারা। এদিকে ভারতীয় কিষান ইউনিয়নের মুখপাত্র রাকেশ সিং টিকায়েত দাবি জানান যতক্ষন না পর্যন্ত কেন্দ্র ৩ কৃষক আইন সম্পূর্ণরূপে বাতিল করছে ততক্ষণ আন্দোলনে অনড় থাকবে কৃষক নেতারা।

তবে কেন্দ্রীয় কৃষিমন্ত্রী নরেন্দ্র সিং সংবাদমাধ্যমকে জানান যে অষ্টম দফার বৈঠকের পরও কোন সিদ্ধান্ত নিতে পারেননি তাঁরা। কৃষকরা যদি ৩ কৃষি আইনে কোন পরিবর্তনের বদলে আন্দোলন তুলে নিতে রাজি থাকে তাহলে সে বিষয়ে খতিয়ে দেখবে কেন্দ্র। এই বিষয় নিয়ে পরবর্তী বৈঠক হবে ১৫ জানুয়ারী।

আজ ৪০ দিনের বেশি শীত-বৃষ্টি উপেক্ষা করে দিল্লির সীমান্তে বসে আছেন আন্দোলনকারী কৃষকরা । তাঁদের দাবী “কানুন ওয়াপসি তো ঘর ওয়াপসি”। আইন বাতিল হলেই তারা আন্দোলন শেষ করবে, নাহলে ২০২৪ পর্যন্ত আনদোলন করার ক্ষমতা রাখেন, এমনটাই জানালেন কৃষক নেতারা।
পাঞ্জাব-হরিয়ানা বাদে বাকি সব জায়গার কৃষকরা সমর্থন করেছেন এই আইন। এই প্রসঙ্গে অল ইন্ডিয়া কিষান সংঘর্ষ কো-অর্ডিনেশন কমিটির সদস্য কবিতা কুরুগান্তি বলেছেন, সরকার বলেই দিয়েছে ৩ কৃষি আইন কোনো মতেই প্রত্যাহার করা হবে না।