সরকারি স্কুলে চাকরির দাবির প্রতিবাদে চাকরি প্রার্থীদের প্রতিবাদ শনিবার হাজার দিনে পড়ল। আজ শিক্ষামন্ত্রী এবং আন্দোলনকারীর মধ্যে ছিল গুরুত্বপূর্ণ বৈঠক। প্রায় 2 ঘন্টা রুদ্ধশ্বাস বৈঠক হয় এদিন । বৈঠক শেষে বেরিয়ে এসে চাকরিপ্রার্থীরা বলেন যে, তারা শিক্ষামন্ত্রীর কাছ থেকে আশ্বাস পেয়েছেন। শুধু তাই নয় , মুখ্যমন্ত্রী আশ্বাস দিয়েছেন খুব শীঘ্রই কোনো সমাধান হবে । তবে আবারও ২২ ডিসেম্বরে চাকরিপ্রার্থীদের সঙ্গে বৈঠকে বসবেন ব্রাত্য।
২০১৬ এসএলএসটি চাকরি প্রার্থীদের সঙ্গে শিক্ষামন্ত্রীর এই বৈঠকে ছিলেন রাজ্যের শিক্ষাসচিব মণীশ জৈন সহ রাজ্য শিক্ষা দপ্তরের অন্যান্য পদস্থ আধিকারিকরা। ছিলেন তৃণমূল কংগ্রেসের মুখপাত্র কুণাল ঘোষ। বিকাশ ভবনে শিক্ষামন্ত্রীর সাথে চলা বৈঠক SLST চাকরিপ্রার্থীদের প্রতিনিধি দল ছাড়াও ছিলেন শিক্ষা সচিব, এসএলএসটির চেয়ারম্যান, লিগ্যাল অফিসার। বৈঠক শেষে এদিন শিক্ষামন্ত্রী ব্রাত্য বসু জানান, চাকরি দেওয়ার জন্য প্রস্তুতি নিচ্ছে রাজ্য সরকার। মাঝে অনেক আইনি জটিলতা রয়েছে । সেই সব কাটিয়ে চাকরি দেওয়ার প্রস্তুতি নিচ্ছে রাজ্য । মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় চাকরি দেবেন বলে জানিয়েছেন। সুপ্রিম কোর্টেও মামলা চলছে। আগামী শুনানিতে আদালতে কী বক্তব্য রাখে, তাও গুরুত্বপূর্ণ বিষয়।