বেলেঘাটা আইডিতে চাঞ্চল্য: হাসপাতালের শৌচালয়ে আত্মহত্যা প্রবীণ করোনা রোগীর|এম ভারত নিউজ

admin
0 0
Read Time:2 Minute, 56 Second

দেশজুড়ে করোনার দাপট, রাজ্যের বেশ কিছু জেলায় জেলায় হাসপাতালে বেড, অক্সিজেন এবং পর্যাপ্ত ওষুধের অভাব|অনেক হাসপাতাল রোগী ফিরিয়েও দিচ্ছেন|এবার এক যন্ত্রণাদায়ক দৃশ্য উঠে এল, বেলেঘাটা আইডিতে হাসপাতালের শৌচালয়ে আত্মহত্যা এক প্রবীণ করোনা রোগীর| যন্ত্রণা সহ্য করতে না পেরেই মৃত্যুর পথ বেছে নিলেন ওই বৃদ্ধ| সোমবার বেলেঘাটা আইডির হাসপাতালের শৌচালয় থেকে তাঁর ঝুলন্ত দেহ উদ্ধার করে পুলিশ।এই ঘটনাকে ঘিরে কোভিড হাসপাতালে যথেষ্ট চাঞ্চল্য ছড়ালো| মৃতের পরিবারের অভিযোগ, ‘হাসপাতাল কর্তৃপক্ষের গাফিলতির জেরেই এই বিপত্তি।’

বছর পঁচাত্তরের কালাচাঁদ দাস করোনা পজিটিভ নিয়ে বেলেঘাটা আইডি তে ভরতি হন|তাঁর প্রচণ্ড শ্বাসকষ্ট ছিল, চিকিৎসাও চলছিল।এবং শারীরিক অসুস্থতাও বৃদ্ধি পাচ্ছিল তাঁর, ফলে মানসিক যন্ত্রণায় ভুগছিলেন বলে জানিয়েছেন দাস পরিবারের সদস্যরা। তারপরই সোমবার সকালে ওয়ার্ডে ওই বৃদ্ধ কে খুঁজে পাওয়া যাওয়া যায়না, ওই হাসপাতাল কর্মীরা খুঁজতে খুঁজতে শৌচালয় গিয়ে দেখেন যে তিনি গলায় ফাঁস লাগিয়ে ঝুলছেন।ওই বৃদ্ধকে ঝুলন্ত অবস্থায় দেখে চমকে যান হাসপাতাল কর্মীরা|সাথে সাথেই হাসপাতালের তরফ থেকে খবর পাঠায় বেলেঘাটা থানায়। পুলিশ গিয়ে পৌঁছয় হাসপাতালে এবং বৃদ্ধর দেহ উদ্ধার করা হয়| যেহেতু বৃদ্ধ টি করোনা পজিটিভ ছিলেন তাই তাঁর দেহ কোভিড প্রোটোকল মেনেই ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে।
কালাচাঁদ দাসের পরিবারের সদস্যদের অভিযোগ, ‘হাসপাতালের গাফিলতির জেরেই এই ঘটনা ঘটেছে। তাঁকে নজরে রাখা হয়নি। তাই তিনি সকালে স্বাস্থ্যকর্মী, নিরাপত্তারক্ষীদের নজর এড়িয়ে শৌচালয়ে গিয়ে আত্মহত্যার সুযোগ পেয়েছেন।’ এদিকে করোনা চিকিৎসায় যেভাবে হিমশিম খাচ্ছে হাসপাতাল গুলো, তাতে এটা স্পষ্ট যে হাসপাতালের গাফিলতির জন্যই বৃদ্ধের মৃত্যু হয়েছে|

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %

Leave a Reply

Next Post

করোনা পরিস্থিতিতে ভারতের পাশে দাঁড়ালো গুগুল। সাহায্যের হাত বাড়ালো মাইক্রোসফটও। এম ভারত নিউজ

করোনার দ্বিতীয় ঢেউয়ের ধাক্কায় বেসামাল গোটা দেশ। এই পরিস্থিতিতে ভারতে পাশে থাকার বার্তা দিলেন গুগুলের সুন্দর পিচাই এবং মাইক্রোসফট এর সিইও সত্য নাদেলা। ভারতের পাশে দাঁড়ানোর জন্য ইউনিসেফ এবং গিভ ইন্ডিয়া এর মাধ্যমে ভারতকে প্রায় ১৩৫ কোটি টাকার অর্থ সাহায্য করছে গুগুল। এদিন টুইটারে এই অর্থ সাহায্যের কথা ঘোষণা করেন […]

Subscribe US Now

error: Content Protected