নিজস্ব সংবাদদাতা, বীরভূম:
মিলছেনা ভ্যাকসিন! আর এই ভ্যাকসিনের অভাবেই উত্তেজনা ছড়ালো বীরভূমের সদর শহর সিউড়ির সুপার স্পেশালিটি হাসপাতালে। ভ্যাকসিন নিতে এসে দীর্ঘ সময় পর্যন্ত লাইনে দাঁড়িয়ে থেকে মিলছে না ভ্যাকসিন,এমনই অভিযোগ করলেন আগত সকল ব্যক্তি। জানা যাচ্ছে সকাল থেকে লাইনে দাঁড়িয়ে ভ্যাকসিন পাননি তাঁরা। ফলে মঙ্গলবার সিউড়ি সুপার স্পেশালিটি হাসপাতালে ভ্যাকসিন প্রদান কেন্দ্রে উত্তেজনা লক্ষ্য করা যায় । দীর্ঘ সময় ধরে লাইনে দাঁড়িয়ে থেকে ভ্যাকসিন না পাওয়ার কারণেই বিক্ষিপ্ত হতে শুরু করে পরিস্থিতি।

যদিও পরবর্তীতে প্রশাসনিক উদ্যোগে পরিস্থিতি নিয়ন্ত্রণে আসে। ভ্যাকসিন নিতে আসা গ্রাহকদের অভিযোগ, সকাল থেকে লাইনে দাঁড়িয়ে থাকার পর দুপুর বারোটার সময় হঠাৎ বলা হয় ভ্যাকসিন নেই। তাঁদের দাবি, এর আগে মাত্র ৫০ জনকে ভ্যাকসিন দেওয়া হয়েছে।ফলে এই ঘটনাকে কেন্দ্র করে উত্তেজনা ছড়ায়।প্রসঙ্গত উল্লেখ্য টিকাকরণের লক্ষ্যমাত্রা পূরণ করার বিষয়ে ইতিমধ্যেই কেন্দ্রীয় সরকারের বিরুদ্ধে প্রশ্নের আঙুল তুলেছেন কংগ্রেসের শীর্ষ নেতা রাহুল গান্ধী। তাঁর দাবি ,প্রতিদিনের দৈনন্দিন টিকাকরণের লক্ষ্যমাত্রা না বাড়ালে ডিসেম্বরের মধ্যে প্রাপ্ত বয়স্কদের টিকাকরণ সম্পন্ন করা সম্ভব নয়।আর তার বাস্তব নজির বাঁকুড়ার সুপার স্পেশালিটি হাসপাতাল।