বৃষ্টিতে পাঁশকুড়ায় ব্যাপক হারে ফসলের ক্ষতি । এম ভিরত নিউজ

user
1 0
Read Time:2 Minute, 13 Second

প্রবল বৃষ্টি এবং মুকুটমণিপুর জলাধার থেকে জল ছাড়ায় পাঁশকুড়ার কংসাবতী নদীর জল ক্রমাগত বাড়ছে। এক প্রকার বিপদ সীমার উপর দিয়ে বইছে পাঁশকুড়ার কংসাবতী নদীর জল। জলের চাপে ইতিমধ্যেই নদীর বেশ কয়েকটি বাঁধে ফাটল দেখা দিয়েছে। পাঁশকুড়ার পৌরসভার ১৮ নম্বর ওয়ার্ডের তীলোন্দপুর এলাকায় নদীর পাড়ে বড় ফাটল ধরা পড়েছে।এছাড়াও ৩ নম্বর ওয়ার্ডে সেরহাটি সহ বিভিন্ন নদীর পাড়ে ফাটল দেখা দিয়েছে। ইতিমধ্যেই সেচ দপ্তরের আধিকারিকেরা নদীর পাড় মেরামতের কাজ শুরু করেছে। নদীর বাঁধে ফাটল দেখা দেওয়ায় আতঙ্কিত পাঁশকুড়ার ১৮ নম্বর ওয়ার্ড সহ বিস্তীর্ণ এলাকার মানুষজন। গোবিন্দনগর, মাইসোরা, হাউর, রাধাবল্লভপুর, পাঁশকুড়া টাউন সহ বিস্তীর্ণ এলাকা বৃষ্টির জলে ইতিমধ্যেই প্লাবিত হয়েছে। পাঁশকুড়া এলাকা সবজি চাষের উপর নির্ভরশীল।সমস্ত সবজি জলের তলায় চলে যাওয়ায় ক্ষতির সম্মুখীন হয়েছেন চাষীরা।

নদীপাড়ে টহল দিতে ইতিমধ্যেই উপস্থিত হ্যেছেন তমলুকের সেচ দপ্তরের মহকুমা শাসক অভিরূপ মজুমদার, সেচ দপ্তরের ইঞ্জিনিয়ার উদয়ন ভট্টাচার্য, ও পাঁশকুড়া বিডিও ধেনধূপ ভুটিয়া এবং পাঁশকুড়া পঞ্চায়েত সমিতির সভাপতি মনোরঞ্জন মালিক সহ সের্চ দপ্তরের আধিকারিকেরা। এক দিকে নদীর জলস্তর ক্রমাগত বাড়ছে ঠিক তেমনই মুকুটমণিপুর ব্যারেজ থেকে ১০০০০ কিউসেক জল ছাড়ায় তা এখন গোদের ওপর বিষ ফোঁড়া হয়ে দাঁড়িয়েছে গোটা এলাকাবাসীর কাছে।

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %

Leave a Reply

Next Post

বিনা অনুমতিতে রেড রোডে ম্যারাথন দৌড় দিলীপ ঘোষের । এম ভারত নিউজ

বিজেপির রাজ্য সভাপতি দিলীপ ঘোষ আগেই জানিয়েছিলেন রেড রোডে নেতাজি মূর্তির সামনে থেকে অলিম্পিকের সমর্থনে ম্যারাথন দৌড়ে অংশ নেবেন। পুলিশ প্রশাসনের তরফে অনুমতি না দেওয়া সত্বেও আজ সকালে দিলীপ ঘোষ এবং সৌমিত্র খাঁ সহ ভারতীয় জনতা পার্টির বেশকিছু সদস্য অংশ নেন ম্যারাথনে। করোণা আবহের কারণে ২০২০র অলিম্পিক অনুষ্ঠিত হচ্ছে ২০২১এ […]
politics_481

Subscribe US Now

error: Content Protected