মাত্র ১ টাকায় মিলবে দুর্গা মায়ের মূর্তি। কি অবাক হচ্ছেন ? হ্যাঁ এমনই বন্দোবস্ত করেছে উত্তর কলকাতার চোরবাগান ক্লাব। অতিমারির কারণে যে পূজা কমিটিগুলি টাকার অভাবে ভুগছে, তাদের উদ্দেশ্যেই এই অভিনব উদ্যোগ এই ক্লাবের।বাঙালির শ্রেষ্ঠ উৎসব দুর্গাপূজা। দুর্গোৎসব মানেই কলকাতা জুড়ে হই-হই রব । বিগত বছরের মতো এবছরও অতিমারিতে জরাজীর্ণ গোটা শহরতলী। দুর্গাপূজা শুরু হতে আর মাত্র ৮৩ দিন বাকি ।
তারই মাঝে খানিকটা আশার আলো জোগাচ্ছে উত্তর কলকাতার চোরবাগান সার্বজনীন দুর্গোৎসব পূজা কমিটি। চোরবাগান দুর্গা পুজো কমিটির প্রধান উদ্যোক্তা জয়ন্ত বন্দ্যোপাধ্যায় বলেন, আমাদের পূজা কমিটির টাকা জোগাড় করতে হয় না । আমাদের ফান্ডের পরিমাণ যথেষ্ট তাই অতিমারির কারণে যে সমস্ত পূজা কমিটির টাকার অভাবে বহু পুজো অনিশ্চিত হয়ে পড়েছে সেই সমস্ত পুজো কমিটিকে ১ থেকে ১০০ টাকার বিনিময়ে মূর্তিগুলি দেওয়া হবে।