করোনার দ্বিতীয় ঢেউয়ে নাজেহাল গোটা বিশ্ব করোনা সংক্রমণে গ্রাফ ক্রমশ ঊর্ধ্বগামী । এরইমধ্যে করোনা রোগীদের জন্য স্বস্তি ফিরিয়ে আনতে এক অভিনব আবিষ্কার করলেন ব্রাজিলিয়ান নার্স, তাঁর কথায় স্পর্শ থেকে বড় ওষুধ আর কিছুই হতে পারে না , একজন রোগীর সুস্থতার জন্য। তবে করোনার মতো অতিমারি মানুষের কাছ থেকে সব থেকে আগে যেটা কেড়ে নিয়েছে, সেটা হল ,প্রিয় মানুষের স্পর্শ। কোন ব্যক্তি যদি এই ভাইরাসে আক্রান্ত হয় তাহলে সবার আগে তাঁকে প্রিয়জনদের থেকে দূরে সরিয়ে দেওয়া হয়। তাতে মানসিকভাবে সেই ব্যক্তির সুস্থতার ইচ্ছে বা জোর কমতে থাকে। এই পরিস্থিতিতে এক অভাবনীয় উপায় আবিষ্কার করলেন এক ব্রাজিলিয়ান নার্স। একজোড়া ডিসপোজাল গ্লাভস দিয়ে রোগীকে স্বস্তিতে রাখার পরিকল্পনা করলেন তিনি। বিশেষত এই নার্সের অভিনব আইডিয়াতে যে বিষয়টি লক্ষণীয় ,সেটি হল ,দুটি ডিসপোজাল গ্লাভসের মধ্যে গরম জল ভরে সেটিকে রোগীর হাতের মাঝখানে বেঁধে দেওয়া হচ্ছে ফলে রোগী অনুভব করছেন তাঁর পাশে কেউ বর্তমান ফলে তাঁর মানসিক শান্তি আগে থেকে বাড়ছে। পাশাপাশি বাড়ছে নিজেকে এই জীবন যুদ্ধ থেকে জিতিয়ে আনার ইচ্ছে।
করোনা রোগীর জন্য ব্রাজিলিয়ান নার্সের অভিনব আবিষ্কার । এম ভারত নিউজ
Read Time:1 Minute, 50 Second