কৃষি আইনের বিরোধিতায় বিক্ষোভ ক্রমশ জোরালো হচ্ছে । এবার ৮ ডিসেম্বর ভারত বন্ধের ডাক দিল বিক্ষোভকারী কৃষকরা । বিক্ষোভকারীরা জানিয়েছে ৮ই ডিসেম্বর সারা ভারত বনধের দিন প্রতিটি টোল প্লাজা ও দেশের প্রতিটি রাস্তা আটকে প্রতিবাদ চলবে। কৃষক নেতা গুরনাম সিং চাঁদোনি জানান, কেন্দ্র তাঁদের দাবি না মেনে নিলে সারা দেশ জুড়ে বিক্ষোভ ছড়িয়ে পড়বে।

কেন্দ্রীয় সরকারের সঙ্গে বৈঠক হলেও সেই বৈঠক প্রায় নিষ্ফলা । নয়া বিল সংশোধন বা বাতিলের দাবি নিয়ে পাঞ্জাব-হরিয়ানার বিভিন্ন জায়গা থেকে আসা কৃষকদের বিক্ষোভ ক্রমশ আরও জোরালো হচ্ছে, তাঁর সঙ্গে আরও বিভিন্ন রাজ্যের কৃষক সংগঠন যোগ দিয়েছে । বলা যেতে পারে এই বিক্ষোভ মোদী সরকারের গলায় প্রায় কাঁটার মতই বিঁধে রয়েছে । পাঞ্জাব, হরিয়ানা, উত্তর প্রদেশ, রাজস্থান, উত্তরাখণ্ড থেকে আসা লক্ষ লক্ষ কৃষককে আটকে রাখতে গিয়ে সংকটে হরিয়ানা সরকার । ইতিমধ্যেই সরকারের জোট শরিক জেজেপি নেতা উপমুখ্যমন্ত্রী দুষ্যন্ত চৌতালা পদত্যাগের হুমকি দিয়েছেন। যে কোনও সময় রাজ্যে বিজেপি সরকারের পতন হতে পারে। কেন্দ্রের বৈঠকে যে প্রস্তাব রাখা হয়, তাতে নারাজ কৃষকরা । এর পর ফের শনিবার বৈঠকে বসতে চলেছেন তাঁরা যেখানে উপস্থিত থাকবেন কৃষি মন্ত্রী নরেন্দ্র সিং তোমর, খাদ্য মন্ত্রী পীযূষ গোয়েল, শিল্প বাণিজ্য মন্ত্রকের রাষ্ট্রমন্ত্রী সোম প্রকাশ। তবে সেই বৈঠক কতটা কার্যকরী হবে সেটাই দেখার বিষয় ।