আগামী ২৬ নভেম্বর ভারত বনধের ডাক দিয়েছে বাম-কংগ্রেসের শ্রমিকসংগঠনগুলি। পাশাপাশি একই দিনে দেশজুড়ে ব্যাঙ্ক ধর্মঘটের ডাক দিল অল ইন্ডিয়া ব্যাঙ্ক এমপ্লয়িজ অ্যাসোসিয়েশন। ধর্মঘটের কারণ হিসেবে কেন্দ্রীয় সরকারের ‘জন বিরোধী শ্রম নীতি’র প্রতিবাদকে দায়ি করেছে সংগঠন। পাশাপাশি রিজার্ভ ব্যাঙ্কের কর্মচারীরাও ধর্মঘটে যোগ দিতে চলেছেন বলে খবর।

এদিকে, ধর্মঘটের কারণে, ব্যাঙ্কের কাজকর্ম অচল হওয়া আশঙ্কা করছেন গ্রাহকরা। করোনার প্রকোপে ফিক্সড ডিপোজিটে সুদের হার এখন তলানিতে, বেকায়দায় পড়েছেন মধ্যবিত্ত ও প্রবীণ নাগরিকরা। এসবের মাঝে চলতি মাসেই সুদের হার কমিয়েছে একটি রাষ্ট্রায়ত্ব ব্যাঙ্ক সহ আরও দুটি ব্যাঙ্ক, বাকি ব্যাঙ্কগুলিও যদি একই পথে হাঁটে, তাতে আরও সমস্যা বাড়বে। পাশাপাশি বেসরকারিকরণ, আউটসোর্সিং এবং নয়া পেনশন প্রকল্পের প্রতিবাদে এবং শূন্য পদে কর্মী নিয়োগের দাবি তুলেছে ব্যাঙ্ক কর্মচারীদের বৃহৎ সংগঠন।
বৃহত্তম ব্যাঙ্ক SBI-তে সাধারণ নাগরিকদের জন্য ন্যূনতম সুদের হার ২.৯ শতাংশ। ফলে চূড়ান্ত সমস্যার মধ্যে মধ্যবিত্ত, বিশেষত প্রবীণ নাগরিকরা। ‘কেন্দ্রীয় সরকারের ধ্বংসাত্মক নীতি ও জন বিরোধী কার্যকলাপ রুখে দেওয়ার জন্য’ এই ধর্মঘট হতে চলেছে বলে ব্যাঙ্ক কর্মচারীদের অন্যতম বৃহৎ সংগঠন BEFI এক বিবৃতিতে জানিয়েছে।

এদিকে, ২৮ ও ২৯ চতুর্থ শনিবার ও রবিবার, ৩০ নভেম্বর গুরু নানকের জন্মদিন উপলক্ষে বন্ধ থাকবে ব্যাঙ্ক। অর্থাৎ টানা তিন দিন ব্যাঙ্ক বন্ধ থাকায় চরম ভোগান্তির আশঙ্কা করছেন গ্রাহকরা।