সারদাকাণ্ডে অযাচিত হস্তক্ষেপের আশঙ্কা, সিবিআইকে চিঠি শুভেন্দুর । এম ভারত নিউজ

user
0 0
Read Time:2 Minute, 7 Second

সারদাকাণ্ডের তদন্তে অযাচিত হস্তক্ষেপ হতে পারে, এই আশঙ্কায় সিবিআইকে চিঠি দিলেন তৃণমূল বিধায়ক শুভেন্দু অধিকারী। বুধবার সিবিআইয়ের রিজিওনাল ডিরেক্টর ও কেন্দ্রীয় ডিরেক্টরকে চিঠিতে শুভেন্দু লিখেছেন, ‘সংবাদমাধ্যমে প্রকাশিত প্রতিবেদন থেকে জানতে পেরেছি সারদাকাণ্ডে জেলবন্দি অভিযুক্ত সুদীপ্ত সেন বহু বছর পর হঠাৎ প্রধানমন্ত্রী ও পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রীকে চিঠি লিখেছেন। সেখানে সুদীপ্ত সেন অভিযোগ করেছেন তাঁর কাছ থেকে ৫ জন রাজনীতিবিদ প্রচুর টাকা নিয়েছেন।’ সেখানেই নাম রয়েছে শুভেন্দু অধিকারীর। তবে কে বা কারা অযাচিত হস্তক্ষেপ করতে পারে বলে তাঁর আশঙ্কা তা এখনো প্রকাশ্যে আসেনি। তবে মন্ত্রিত্ব ছাড়ার পরেই যে এই চিঠি লেখা হয় যেখানে তাঁর নাম উল্লেখিত আছে, সেই দিকে দৃষ্টি আকর্ষণ করিয়েছেন শুভেন্দু।

শুভেন্দু অধিকারীর দাবি, যে পাঁচ রাজনীতিবিদের নাম সুদীপ্ত সেন তাঁর চিঠিতে উল্লেখ করেছেন তাঁদের কারও নামই সারদাকাণ্ডের চার্জশিটে ছিল না। তবে শুভেন্দুর ইঙ্গিত ২১-এর নির্বাচনের আগে বিরোধী দলগুলির নেতাদের চাপে রাখতেই সুদীপ্ত সেনকে দিয়ে তাঁদের নাম লিখিয়েছে শাসকদল। প্রসঙ্গত গত ১ ডিসেম্বর মুখ্যমন্ত্রী ও প্রধানমন্ত্রীকে জেলে বসে এক চিঠি লেখেন সারদাকর্তা সুদীপ্ত সেন।

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %

Leave a Reply

Next Post

হৃদরোগে আক্রান্ত কোরিওগ্রাফার রেমো ডিসুজা । এম ভারত নিউজ

হৃদরোগে আক্রান্ত বলিউডে খ্যাতনামা কোরিওগ্রাফার তথা পরিচালক রেমো ডিসুজা।আপতত আশঙ্কাজনক অবস্থায় মুম্বইয়ের কোকিলাবেন হাসপাতালের আইসিইউতে ভর্তি রয়েছেন রোমো। শুক্রবার দুপুরে হৃদরোগে আক্রান্ত হন তিনি। সংবাদমাধ্যমকে তাঁর অসুস্থতার খবর জানান রেমোর পরিচালক-কোরিওগ্রাফার বন্ধু আহমেদ খান। ইতিমধ্যেই রেমোর অ্যানজিওপ্লাস্টি সার্জারি করা হয়েছে। হাসপাতালে তাঁর সঙ্গে রয়েছেন তাঁর স্ত্রী লিজেলা। উল্লেখ্য, রেমো পরিচালিত […]

Subscribe US Now

error: Content Protected