ফ্রান্সে চার্লেভিল্লে জাতীয় প্রতিযোগিতায় জয় লাভ ফেন্সার ভবানীর। এম ভারত নিউজ

admin
0 0
Read Time:2 Minute, 10 Second

অভিনব সাফল্য ভারতীয় ফেন্সার ভবানী দেবীর।জানা যাচ্ছে , ফ্রান্সের চার্লেভিল্লে জাতীয় প্রতিযোগিতায় জয় লাভ করেছেন ভারতীয় অসিক্রীড়ক ভবানী দেবী। ইতিমধ্যেই ভবানী দেবীকে তাঁর জয়ের জন্য তাঁর কোচ ক্রিশ্চিয়ান বওয়ার, অরনাউড স্নাইডারকে ধন্যবাদ জানিয়েছেন। এই প্রসঙ্গে তিনি বলেন,’ চার্লেভিল্লে জাতীয় স্তরে একক প্রতিযোগিতায় জয়লাভ করতে সক্ষম হয়েছি। কোচ ক্রিশ্চিয়ান বওয়ার, অরনাউড স্নাইডারকে অনেক অনেক ধন্যবাদ ।’

স্পোর্টস অথরিটি অফ ইন্ডিয়ার তরফ থেকে ইতিমধ্যেই ফেন্সার ভবানী দেবীকে তাঁর জয় লাভের জন্য অভিনন্দন জানানো হয়েছে। জানা যাচ্ছে তাঁদের তরফ থেকে টুইট করে লেখা হয়েছে,” মহিলাদের সাবের স্বতন্ত্র প্রতিযোগিতায় জয় লাভের জন্য ভবানী দেবীকে আন্তরিক অভিনন্দন জানাই। ” প্রসঙ্গত উল্লেখ্য জুলাই মাসের শুরুর দিকে ভবানী দেবী টোকিও অলিম্পিক ২০২০ অংশগ্রহণ করেছিলেন। সেখানে শুরুটা ভালো হলেও,জয়লাভ করতে পারেনি তিনি । সর্বপ্রথম তুনিশিয়া বেন আজিজি নাদিয়াকে ১৫ -৩ ব্যবধানে হারান তিনি। মাত্র ৬ মিনিট ১৪ সেকেন্ডের মধ্যেই ম্যাচে নিজের আধিপত্য প্রতিষ্ঠা করতে সক্ষম হয়েছিলেন এই ফেন্সার।

তবে ফ্রেঞ্চ ক্রীড়াবিদের সঙ্গে পরবর্তী প্রতিযোগিতাতে হার মানতে হয় তাঁকে। তবে তার আজকের জয়ের খবর এক অনবদ্য সাফল্য এনে দিল তাঁর ক্রীড়া জীবনে।

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %

Leave a Reply

Next Post

বিশেষ সেলেই রাত কাটছে আরিয়ানের, সঙ্গী ধর্মগ্রন্থ । এম ভারত নিউজ

চলতি মাসের শুরুতে শাহরুখ খানের পুত্র আরিয়ান খান মাদক যোগে এনসিবির হাতে আটক হয়েছেন । এরপর গত ৮ অক্টোবর থেকে বন্দী তিনি। এনসিবি ডিরেক্টর সমীর ওয়াংখেড়ে জেলেই তাঁর সঙ্গে নিয়মিত কথা বলছেন । সূত্রের খবর, আরিয়ান প্রতিজ্ঞাবদ্ধ হয়েছেন সমীরের কাছে এই মর্মে যে, এই ধরণের কাজ ভবিষ্যতে আর করবেন না […]

Subscribe US Now

error: Content Protected